একজন অপদার্থ ছেলে যখন গড়ল এতিহাস
শৈশব থেকেই তার গণিতের ওপর ছিল প্রবল আকর্ষণ । স্কুলের শিক্ষককে তিনি পাঠ্যবইয়ের বাইরেও অনেক প্রশ্ন করতেন । অতিরিক্ত প্রশ্ন করার কারনে তাকে শুনতে হয়েছে তার বিকাশ স্বাভাবিক শিশুর মত নয় এমন কথাও । কিন্তু এই শিশুটি যে একদিন বিজ্ঞানের জটিল তত্ত্ব আবিষ্কার করে হয়ে উঠবেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী সেটা কে ই বা জানতো !
বলছি বিজ্ঞানী আইনস্টাইনের কথা । আইনস্টাইন জন্মগ্রহণ করেন জার্মানের উলম শহরে একটি ধর্ম নিরপেক্ষ ইহুদি পরিবারে । উচ্চ বুদ্ধিমত্তা সম্পন্ন এই বাক্তি যেমন প্রকৃতির সব জটিল বিষয় নিয়ে ভাবতে পারতেন তেমনই বাক্তিজীবনে ছিলেন সহজ সরল , আবার কখনও ছিলেন ভীষণ রসিক এবং প্রচণ্ড ভুলমনাও ।
বিংশ শতাব্দীর প্রথম দিকে আলবার্ট আইনস্টাইন এক বিখ্যাত থিওরি সবার সামনে উন্মোচিত করেন । সেটা হল থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতার তত্ত্ব । চলুন তাহলে জেনে নেই আপেক্ষিকতা এআসলে কি? আমরা সাধারনত চিন্তা করি যে , সময় হচ্ছে একটি নির্দিষ্ট রাশি ।আমরা সাধারনত মনে করি যে আমাদের এইখানে সময় পাঁচ মিনিট মানে যেটুকু সময় আমেরিকা তেও পাঁচ মিনিট মানে ঠিক একই পরিমান এমনকি চাঁদেও একই... কিন্তু না পরিবেশ এবং পরিস্থিতি সাপেক্ষে সময়ের পরিমান বাড়ে এবং কমে । আমাদের হিসাবে যেখানে পাঁচ মিনিট অন্য জায়গায় এই সময়টায় হয়ে যেতে পারে দশ মিনিট । বিজ্ঞানের আলোকে যদি আমরা সময় পরিমাপ করতে যাই তাহলে আমাদের দুইটা জিনিস প্রয়োজন হয় । একটা হচ্ছে কোন বস্তুর গতিবেগ বা velocity এবং আরেকটি হচ্ছে ভর বা mass । অর্থাৎসময়ের পরিমাণ নিভর করে ভর এবং গতিবেগের ওপর । আর ও একটি বিষয়ের ওপর নির্ভর করে সেটি হল অভিকর্ষ বল ।
চলুন আলবার্ট আইনস্টাইনের কিছু মজার ঘটনা জানা যাক । এই বিজ্ঞানী এতোটাই মনভুলো ছিলেন যে তিনি তার মোবাইল ফোনের নাম্বার ও মনে রাখতে পারতেন না , এমনকি তার বাসার নাম্বার ও না । একবার তার এক সহকর্মী তার কাছে তার মোবাইল নম্বর জানতে চাইলে আইনস্টাইন তার টেলিফোন বইটি বের করে তার নাম্বার খুঁজতে শুরু করেন । তখন তার সহকর্মী অনেকটা অবাক হয়ে তাঁকে জিজ্ঞেস করেন," আপনার কি নিজের ফোন নম্বরটিও মনে নেই?" একথা শুনে আইনস্টাইন বল্লেন,'না ... তার দরকারই বা কি ?' যে জিনিসটা জানার জন্য আপনার হাতের কাছে বই আছে , তা শুধু শুধু মুখস্ত করবেন কেন ?
এতক্ষণ আমরা আলবার্ট আইনস্টাইনকে নিয়ে অনেক কথা বললাম । তিনি ছিলের একজন পদার্থবিদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url