কোন বিষয়ের ওপর ব্লগিং করবেন এবং প্রোফেসনাল ব্লগার হবেন জেনে নিন

 ভূমিকা

প্রত্যেক মানুষ নানান বিষয় সম্পর্কে জানতে চাই । কিন্তু আপনি কোন বিষয়ের উপর ব্লগিং করবেন এবং প্রফেশনাল ব্লগার হবেন সেটা সঠিকভাবে আপনাকে জানতে হবে এবং জানতে হলে নিচের পোস্টটি সম্পূর্ণ পড়ুন । তার সাথে সাথে পাঠকের সমস্যার সমাধান জেনে নিন ।

বাংলাদেশের ব্লগে যাত্রা শুরু হয়েছে প্রায় ১০ বছর আগে থেকেই । এর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে আছে টেকটিউন , এছাড়াও রয়েছে টেক শহর, সামহোয়্যার ইনব্লগ । যারা ব্লগে লেখালেখি করে তারায় ব্লগার । তবে বেশিভাগ মানুষের মনেই প্রশ্ন  যে, ব্লগাররা  শুধু ধর্ম নিয়ে আজেবাজে লেখালেখি করে ? উত্তর হচ্ছে না । 
ব্লগে আপনি রাজনীতি নিয়ে লিখতে পারেন, গল্প কবিতা , ইসলামিক পোস্ট লিখতে পারেন । তেমনি ধরম নিয়েও লিখতে পারেন । বিজ্ঞান নিয়েও লিখতে পারেন ।  চলুন তাহলে দেখে নেই কিভাবে ব্লগে লেখালেখি করবেন ।

ব্লক পোস্ট কি

ইংরেজি ব্লক শব্দটি ওয়েব ব্লকের সংক্ষিপ্ত রূপ । যিনি ব্লগে পোস্ট করেন তাকে ব্লগার বলা হয় । ব্লগাররা প্রতিনিয়ত তাদের ওয়েবসাইটে কন্টেন্ট লিখেন এবং ব্যবহারকারীরা সেখানে তাদের মন্তব্য করতে পারেন । সাম্প্রতিকালে ব্লগ সাংবাদিকতার একটি মাধ্যম হয়ে উঠেছে ।

যেকোনো ব্লগ একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে ধারণা দেয় । একটি ব্লগ হল ছবি লেখা বা অন্যান্য ওয়েব পৃষ্ঠা, অন্যান্য ওয়েবসাইটের লিংক ইত্যাদি সমাহার। ব্লগের অন্য একটা দিক হলো পাঠকের মন্তব্য করতে সুযোগ দেওয়া ।

মানুষ কেন ইন্টারনেটে সার্চ দেয়

মানুষের সমস্যার কোন শেষ নেই কিন্তু সকল সমস্যার সমাধান রয়েছে ইন্টারনেটে । সমস্যা সমাধানের জন্য এবং কোন বিষয় সম্পর্কে জানার জন্য সার্চ দেই । ইন্টারনেট এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সকল বিষয়ে সমাধান পাওয়া যায় । আর এই কারণেই মানুষ ইন্টারনেটে সার্চ দেয় ।

কি নিয়ে লিখবেন

কোন ব্যক্তিগত ভালোলাগা বা ইন্টারেস্ট না থাকলে কিন্তু আপনি ব্লগিংয়ে মোটেও ভালো করতে পারবেন না । আর সেই বিষয়ের প্রতি আপনার কেমন ভালোলাগা বা ইন্টারেস্ট আছে সেটা কিন্তু আপনার লেখাতেই প্রকাশ পাবে। ইন্টারেস্ট বা ভালোলাগা আছে সে বিষয় নিয়ে সেই বিষয় নিয়ে ব্লগিং শুরু করলে কয়েকটি ঘটনা ঘটবে ।

যেমনঃ ব্লগিংয়ের পেছনে সময় দিতে আপনার মত বিরক্ত লাগবে না বরং ভালো লাগবে এবং আপনার ব্লগিংয়ের ক্ষেত্রে সফল করতে সবচেয়ে বেশি সাহায্য করবে । পরিত্যাগ করার সম্ভাবনা একদমই কম । আপনার কিছু সুবিধার জন্য কিছু টপিক আমি আপনাকে বলে দিচ্ছি দেখুন কোন সুবিধা পাওয়া যায় কিনা !
  1. ট্রাভেল ।
  2. বডি ফিটনেস ।
  3. আপনার নিজ শহর ।
  4. ফটোগ্রাফি।
  5. ফ্যাশন ।
  6. রান্না বান্না ।
  7. গাড়ি ।
  8. মোটরসাইকেল ।
  9. গেম ।
  10. বাগান ।
  11. চারু ও কারুকলা ।
  12. হতে পারে গ্রাফিক্স ডিজাইন ।
  13. ইসলামিক পোস্ট ।
  14. সংস্কৃতি ।
এই টপিকসগুলো থেকে যদি কোন টপিক আপনার পছন্দ হয়ে থাকে বা মনে হয় যে আপনি ইন্টারেস্টেড বা ভাললাগা আছে তাহলে আপনি এই টপিক গুলো থেকে আপনার পছন্দমত টপিক নিয়ে লিখতে পারেন ।

পাঠকরা কেন আপনার লেখা পড়বে

ব্লগিং এর জন্য বিষয় নির্বাচনের ক্ষেত্রে আপনার মাথায় আরেকটি বিষয় রাখতে হবে সেটি হচ্ছে আপনি যে বিষয় নিয়ে লিখছেন সেটি আপনার পাঠকের জন্য ফলপ্রসু কিনা ? মানে আপনার পাঠকরা সময় নিয়ে যে আপনার ব্লকটা পড়বে সে এই ব্লকটা পড়ে কোন ভ্যালু পাবে কিনা ! যদি কোন ভ্যালু না পায় তাহলে পোস্ট লিখে কোন লাভ হবে না ।

পাঠকরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে

আপনাকে একজন সফল ব্লগার হইতে হলে প্রথমেই খুঁজে বের করতে হবে আপনার পাঠকরা কি কি সমস্যা সম্মুখীন হচ্ছে । তারপর দেখতে হবে আপনি সেই সমস্যার সমাধান গুলো দিতে পারছেন কিনা ! এখন কথা হচ্ছে আপনি কিভাবে খুঁজে বের করবেন সেই সমস্যা গুলো ! কমেন্টে চোখ রাখুন এবং গুগলে সার্চ করে দেখুন কি কি সমস্যা সমাধান তারা চাচ্ছে ।

আর আপনি যদি এই প্রশ্নগুলো সংগ্রহ করে একটু কষ্ট করে রিসার্চ করে এর সমাধান গুলো যদি খুব সহজ সরল ও সাবলীল ভাষায় আপনার ব্লগে উপস্থাপন করতে পারেন আর কোনোভাবে যদি আপনার পাঠকরা সেই ব্লকটা খুঁজে পাই আপনার ব্লগের টানে নিয়মিত পাঠকরা চলে আসবে । এর ফলে আপনি হতে পারবেন একজন প্রফেশনাল ব্লগার ।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার ব্লক খুঁজে পাওয়ার উপায় হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার ডেডিকেটেড পাঠকের পর্যন্ত পৌঁছানোর উপায় হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ।এগুলো একটু টেকনিক্যাল বিষয় । যেমনঃ facebook মার্কেটিং, ইউটিউব মার্কেটিং ইত্যাদি।

প্রফেশনাল ব্লগার হওয়ার সহজ কিছু টেকনিক

ব্লগার হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে সেটি হল অন্যদের ব্লগ বেশি বেশি পড়তে হবে । আমরা কেউ ব্লগার হয়ে জন্ম নেয় না ব্লগার হওয়ার জন্য দরকার অনুশীলন । এই অনুশীলনের জন্য দরকার জ্ঞান । প্রথম দিকে জ্ঞান অর্জনের জন্য আপনাকে অন্যের অনেক ব্লক পোস্ট করতে হবে তাদের লেখার কৌশল এবং উপস্থাপনা গুলো ভালোভাবে দেখতে হবে ।

এছাড়া আপনি যে বিষয়ের উপর দক্ষ সে বিষয়ের উপর লেখা ব্লক পোস্টগুলো নিয়মিত করতে পারে । এতে করে একটা বিষয়ে বিশেষভাবে আপনার দক্ষতা বৃদ্ধি পাবে । আপনার অনুশীলন আপনাকে প্রো ব্লগার হতে সাহায্য করবে । ভাষাগত দক্ষতা বৃদ্ধি করুউ, সৃজনশীলতা বৃদ্ধি করুন , লেখার মাঝে ছবি যোগ করুন এবংমাঝারি আকারে লিখুন । পাঠকের মন্তব্য কে গুরুত্ব দিন ।

শেষ কথা

এই ছিল আজকে প্রফেশনাল ব্লগার হওয়ার কিছু কলা কৌশল । আশা করি উপরের পোস্টগুলো পড়ে আপনি বুঝতে পেরেছেন কোন বিষয়ের উপর ব্লগিং করবেন । পোস্টটি ভাল লেগে থাকলে অবশ্যই আমার ওয়েবসাইটটি ফলো করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন । এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url