চোখের পাপড়ি ঘন এবং বড় করার ঘরোয়া কয়েকটি উপায় জানুন

চোখের পাপড়ি ঘন হোক এই আশা-আকাঙ্ক্ষা কমবেশি আমাদের সব নারীদের মধ্যেই রয়েছে। প্রিয় পাঠক আজকে আমি আপনাদের জানাবো কিভাবে আপনাদের চোখের পাপড়ি ঘন এবং বড় করবেন তার কয়েকটি ঘরোয়া উপায়।
চোখের পাপড়ি ঘন এবং বড় করার ঘরোয়া কয়েকটি উপায় জানুন
চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। সুন্দর এবং আকর্ষণীয় চোখের অধিকারী মানুষ খুব সহজেই অন্য যেকোনো লোকের নজর কাড়তে পারে।

ভূমিকা

কে না চায় তার চোখ সুন্দর হোক! কালো হরিণীর চোখ শুধুমাত্র আমরা কবিতা বা উপন্যাসই শুনে থাকি কিন্তু সেটা শুধু উপন্যাস বা কবিতায় নয় সত্যি সত্যি আপনারও হতে পারে। ভাবছেন কিভাবে? আপনার চোখের পাপড়ি যত ঘন এবং বেশি বড় হবে আপনার চোখকে ততই মায়াময় দেখাবে। চোখের লম্বা ঘন মোটা পাপড়ি আমাদের চোখে সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে দেয়।

চোখের পাপড়ি ঘন এবং বড় করার ঘরোয়া উপায়

আজকাল চোখের পাপড়ি ঘন এবং বড় দেখানোর জন্য আই লাশের ব্যবহার খুব বেশি বেড়ে গেছে। কিন্তু আপনি যদি প্রাকৃতিক উপায়ে আপনার চোখকে সুন্দর এবং মায়াময় দেখাতে চান তাহলে আর আইলাস লাগানোর কোন দরকার হবে না। 

আজকে আমি আপনাদের কয়েকটি টিপস দিব যার মাধ্যমে আপনারা ঘরে থাকা কয়েকটি জিনিস দিয়েই আপনার চোখের পাপড়ি কে ঘন এবং বড় করতে পারবেন। দেরি না করে চলুন জেনে আসিঃ

ভ্যাসলিন

পুরনো মাস করার ব্রাশ পরিষ্কার করে পেট্রোলিয়াম জেলি বা ভ্যাসলিন চোখের পাপড়িতে লাগিয়ে ঘুমাতে যাবেন। সকালে ঘুম থেকে উঠে কুসুম গরম পানি দিয়ে মুখ ফ্রেশ করে নিন।

অ্যালোভেরা জেল

পুরনো মাস্কারা ব্রাশ এলোভেরা জেলের মধ্যে ডুবিয়ে চোখের পাপড়িতে লাগিয়ে রাখুন। সারারাত লাগিয়ে রাখবেন। সকালে ঘুম থেকে উঠে হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। অন্তত দিনে দুইবার এটি ব্যবহার করতে পারেন। দিনের বেলা ব্যবহার করলে আপনি বেশি ফল পেতে পারেন। কয়েকদিন ব্যবহার করলে দেখতে পাবেন আপনার চোখের পাপড়ি অনেকটা ঘন হয়ে গেছে।

অলিভ অয়েল

ত্বকের যত্নে অলিভ অয়েল বহুল ব্যবহৃত একটি উপাদান। রাতে ঘুমানোর আগে প্রতিদিন চোখের পাপড়িতে অলিভ অয়েল লাগিয়ে রাখলে খুব ভালো সুফল পাবেন। কিছুদিন নিয়মিত এই অভ্যাস ঠিক করে দেখুন আপনার চোখের পাপড়ি অনেকটাই ঘন এবং লম্বা হয়ে যাবে।

ক্যাস্টর অয়েল

চোখের পাপড়ি ঘন করতে ক্যাস্টর অয়েল খুবই গুরুত্বপূর্ণ একটি তেল। এতে রয়েছে ভিটামিন প্রোটিন এবং ওমেগা-৬ ফ্যাট যা আপনার চোখের পাপড়ি বড় ও লম্বা করতে সাহায্য করে। রাতে ঘুমাতে যাওয়ার আগে ক্যাস্টর অয়েল হালকা কুসুম গরম করে চোখের পাপড়িতে লাগিয়ে রাখুন। এভাবে কিছুদিন করতে থাকুন দেখুন আপনার চোখের পাপড়ি ঘন এবং মোটা হয়ে যাবে।

নারকেল তেল

চোখের পাপড়ি প্রাকৃতিক উপায়ে ঘন এবং বড় করতে চাইলে নারকেল তেলের কোন বিকল্প নেই। চোখের পাপড়িতে সব ধরনের তেলি ব্যবহার করতে পারবেন তবে এক্ষেত্রে নারকেল তেল ব্যবহার করা বেশি নিরাপদ। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে তুলার সাহায্যে নারকেল তেল চোখের পাপড়িতে লাগিয়ে রাখুন এবং সকালে উঠে খুব সুন্দর ভাবে ধুয়ে ফেলুন।

শিয়া বাটার

চোখের পাপড়ি ঘন এবং বড় করতে শিয়া বা বাটার খুব গুরুত্বপূর্ণ। এতে রয়েছে ভিটামিন সি। শিয়া বাটার চোখের পাপড়িকে আদ্র রাখতে সহায়তা করে। আঙ্গুলের ডগায় সামান্য শিয়া বাটার নিয়ে চোখের পাপড়িতে লাগিয়ে রাখুন। সকালে উঠে পরিষ্কার করে ধুয়ে ফেলুন। কিছুদিন ব্যবহার করলেই আপনি দেখতে পাবেন আপনার চোখের পাপড়ি ঘন এবং অনেকটা বড় হয়ে গেছে।

পুষ্টিকর খাবার

শরীরে পুষ্টি এবং ভিটামিনের ঘাটতি থাকলে চুল এবং চোখের পাপড়ি ঝড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাই প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার খাওয়া দরকার। বিভিন্ন ধরনের প্রোটিন ও ফ্যাটি এসিডযুক্ত খাবার যেমন মাছ মাংস ডিম দুধ বাদাম সবজি ইত্যাদি নিয়মিত খেতে হবে ।

ডিমের মাস্ক

ডিমের রয়েছে প্রচুর পরিমাণে বায়োটিন এবং বি গ্রুপ ভিটামিনসমূহ। যা আমাদের চুল পড়া কমাতে এবং চুল গজাতে সাহায্য করে। তাই একটি ডিম এবং এক টেবিল চামচ গ্লিসারিন অথবা ভ্যাসলিন মিক্স করে চোখের পাপড়িতে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পরে ভালোভাবে ধুয়ে ফেলুন। এটি কয়েক মাস ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন আপনার চোখের পাপড়ি কতটা ঘন এবং বড় হয়েছে।

গ্রিন টি

গ্রিন টিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন যা আমাদের চুল পড়া কমাতে সাহায্য করে। এজন্য খুব কড়া করে এক কাপ গ্রিন টি বানিয়ে একদম ঠান্ডা করে সেটি চোখের পাপড়িতে তুলার সাহায্যে মাসাজ করে লাগিয়ে রাখুন। দিনে দুইবার এভাবে ব্যবহার করতে পারলে ভালো ফলাফল পাওয়া যাবে।

লেবুর খোসা

চোখের পাপড়ি বড় এবং ঘন করার জন্য লেবুর খোসার কোন বিকল্প নেই। সামান্য অলিভ অয়েল বা ক্যাস্টর অয়েল লেবুর খোসা দিয়ে গরম করে নিন। তিন থেকে চারবার শুধু গরম করবেন লক্ষ্য করবেন তেল যেন ফুটে না যায়। এরপর মাস্টারের সাহায্যে চোখের পাপড়িতে লাগিয়ে নিন। পুরো রাত এভাবে লাগিয়ে রাখুন এবং সকালে উঠে ভালোভাবে ধুয়ে ফেলুন।

ম্যাসাজ

ম্যাসাজ আমাদের শরীরের জন্য খুবই উপকারী। চুল এবং শরীরে মাসাজ আমাদের সবারই খুব দরকার। কয়েক ফোটা অলিভ অয়েল বা নারকেলের তেল নিয়ে আঙ্গুলের সাহায্যে চোখের পাপড়ি এবং চোখের চারপাশে ম্যাসাজ করতে থাকুন। এতে করে আপনি ভালো ফল পাবেন।

ভিটামিন ই অয়েল

আমাদের ত্বকের যত্নে এবং চুলের যত্নে ভিটামিন ই খুবই উপকারী। ভিটামিন ই অয়েল ব্যবহার করার ফলে আমাদের চোখের পাপড়ি ঘন হয়। শুধু চোখের পাপড়ি নয় পাশাপাশি চুলের ও বৃদ্ধি করে। রাতে ঘুমাতে যাওয়ার আগে সামান্য তেল নিয়ে নারকেলের তেল এর মত করে চোখের পাপড়ির গোড়ায় লাগিয়ে রাখুন। এভাবে কিছুদিন ব্যবহার করার ফলে আপনি আপনার কাঙ্খিত ফলাফলটি দেখতে পাবেন। তাহলে ঘন পাপড়ি পেতে আপনি ভিটামিন ই অয়েল এর ওপর আস্থা রাখতে পারেন।

মেকআপ থেকে বিরত থাকুন

আপনি যদি খুব সহজেই প্রাকৃতিক উপায়ে আপনার চোখের পাপড়ি ঘন এবং বড় করতে চান তাহলে মেকআপ করা থেকে আপনার বিরত থাকতে হবে।
  • মেকআপ ব্যবহার করার ওপরেও আপনার চোখের পাত্রীর গঠন এবং গুণগত দিক নির্ভর করে। তাই মেকআপ করা থেকে বিরত থাকুন।
  • আপনার খুব বেশি প্রয়োজন না হলে আইলেস ব্যবহার করা থেকে বিরত থাকুন।
  • চোখের মেকআপ যদি করতেই হয় তাহলে অবশ্যই ভালো ব্র্যান্ডের মেকাপ করবেন।
  • চোখের পাপড়ি খুব ভালোভাবে পরিষ্কার করবেন যেমনটাআমাদের মাথার চুল পরিষ্কার করা হয়।
  • আমাদের মধ্যে অনেকেরই চোখের পাপড়িতেও খুশকি হয়। খুশকি হলে চোখের পাপড়ি ঝরে যায় এবং রং নষ্ট হয়ে যায়। তাই চোখ এবং মাথার চুল সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন।
  • চোখ খুব বেশি চুলকাবে না এবং চোখের পাপড়ি বেশি টানাটানি করবেন না।
  • চুলের মতো চোখেও ভিটামিন ই ক্যাপ ব্যবহার করুন।
  • চোখের পাপড়ি কোঁকড়া করার মেশিন ব্যবহার করা থেকে বিরত থাকুন।

শেষ কথা

শারীরিক গঠন বা ফিগার সুন্দর করার জন্য যেমন নিজেদের যত্ন নিতে হয় ঠিক তেমনি আমাদের চোখ সুন্দর দেখানোর জন্য আমাদের চোখেরও নিয়মিত যত্ন নিতে হবে। চেহারাকে সুন্দর করে তুলতে চোখের পাপড়ির কোন বিকল্প নেই। 

প্রিয় পাঠক এতক্ষণ ধরে আপনাদের সাথে আলোচনা করলাম কিভাবে ঘরোয়া উপায়ে আপনি চোখের পাপড়ি ঘন এবং বড় করবেন সে সম্পরকে। আশা করছি আজকের আর্টিকেলটি আপনার খুবই কাজে আসবে। যদি আমার আর্টিকেল আপনার কাজে এসে থাকে বা ভাল লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।

 আর যদি কিছু জানানোর থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের কোন আর্টিকেল নিয়ে। সেই পর্যন্ত সকালে ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার আর্টিকেলের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url