ইন্টারনেট বা ব্রাউজারের url কি এবং ফেসবুক url কি বিস্তারিত জানুন
আপনি যদি ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাহলে আপনি অবশ্যই কোথাও না কোথাও url সম্পর্কে শুনে থাকবেন। কিন্তু আসলে ব্যাপারটা কি সেটা নিয়ে কিন্তু আমরা অনেকেই কিছু জানি না। প্রিয় বন্ধুরা আজকে আমরা এই পোস্টে দেখবো ইন্টারনেট বা ব্রাউজারের url কি কিভাবে কাজ করে এবং ফেসবুক url কি ? চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক।
url কি
কমবেশি আমাদের অনেকের মনে প্রশ্ন url কি? আসলে কোন নির্দিষ্ট স্থানে পৌঁছানোর জন্য একটি ওয়েব এড্রেস বা ঠিকানা ব্যবহার করা হয়। এই ওয়েব এড্রেস বা ঠিকানাকে url বলা হয়। url এর পূর্ণরূপ হল uniform recharch locator.
অর্থাৎ আপনি যদি ইন্টারনেট ব্যবহার করে কোন ব্রাউজারে যেতে চান বা কোন কিছু সার্চ করেন তাহলে দেখতে পাবেন আপনার ওয়েবসাইটের লিংক শো করছে পাশাপাশি একটি ওয়েবসাইটের লিংকের সাথে আরও টেক্সট শো করে তাদের সকলকেই url বলা হয়।
একটি url এ কখনো স্পেস ( ) বা স্ল্যাশ (/) ব্যবহৃত হয় না। আর ভুল url এর ব্যবহার করে থাকলে, আপনি যদি ওই নির্দিষ্ট ওয়েবসাইটের পোস্টের ঠিকানায় আসতে চান এবং তারা যদি ওই লিংকের পোস্টটি ডিলিট করে দিয়ে থাকে তাহলে ওই লিংকে প্রবেশ করলে 404 error দেখাবে।
url এর অংশ
url এর তিনটি অংশ রয়েছে। যেমন:
1. protocol
2. domain name
3. resourse location
url এ প্রথম অংশের নাম হল প্রটোকল।এখানে http বা https দ্বারা বোঝানো হয়ে থাকে। http হলো ((hyper text markup protocol). যদি কোন সাইটে দেখেন http এর জায়গায় https লেখা রয়েছে তার মানে হচ্ছে সাইটটিতে ssl সার্টিফিকেট রয়েছে। s মানে হল সিকিউর। অতএব আপনার ওয়েবসাইটের ডেটা গুলো বা ইনফরমেশন গুলো সিকিউর রয়েছে।
url এর দ্বিতীয় অংশের নাম হলো হোস্ট বা ডোমের নাম। যেমনঃ"bdtheory" হল একটি ইউনিক ডোমেন নাম । আপনি যদি এই ওয়েবসাইটের কন্টেন্ট পড়তে আসেন তাহলে খেয়াল করে দেখবেন ওয়েবসাইটের নামের শেষে .com বা .net বা .edu ইত্যাদি নাম রয়েছে। এগুলোকে টপ লেভেল ডোমেন বলা হয়।
আসলে .com দ্বারা বোঝানো হয় এটা হল কমার্শিয়াল ওয়েবসাইট, .org দ্বারা বোঝানো হয় এটা একটি অর্গানাইজেশন ওয়েবসাইট এবং ডট edu দ্বারা বোঝানো হয় এটি একটি শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট।
এছাড়া আরো অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি দেখতে পাবেন তাদের ডোমের নাম শেষে লেখা রয়েছে .us, .in ইত্যাদি। এসব দ্বারা মূলত একটি দেশের সাইটের নাম উল্লেখ করা হয়।
url এর তৃতীয় অংশের নাম হল (path)। ডোমেন নামের পরের অংশের নাম হল path। অর্থাৎ এটি হলো একটি ডকুমেন্টস এর নাম। path হল একটি ঠিকানার পেজ বা ফাইলকে নির্দেশ করে , যেটা আপনার ওয়েবসাইটে আগে থেকেই রয়েছে।
যেমন আপনি আমাদের এই ওয়েবসাইটে এই মুহূর্তে url কি, কিভাবে কাজ করে, ফেসবুক url কি, এই কনটেন্টটি পড়ছেন। এই কনটেন্টের একটি নির্দিষ্ট path রয়েছে। সেটা হচ্ছে "how-do-urls-work". আরেকটি উদাহরন ঃ"https://www.google.com/search?q=url এ "/search" হল path.
url shortening
আমাদের মধ্যে অনেকেই জানে না url shortening আসলে কি? কোন নির্দিষ্ট url কে ছোট করা হলে তাকে url shortening বলা হয়। এখানে কোন url কে অরজিনাল url থেকে কনভার্ট করে ছোট করা হয়। আবার কখনো কখনো অরজিনাল url ইউজারের থেকে লুকিয়ে রাখার জন্য url ছোট করা হয়। আবার অনেক সময় ইউজারের সুবিধার জন্য url ছোট করা হয়ে থাকে।
তবে এফিলেট মার্কেটিং করার সময় বেশিরভাগ ক্ষেত্রে url shortening এর ব্যবহার করা হয়ে থাকে। ইন্টারনেটে অনেক url shortening ওয়েবসাইট আছে। এগুলো সাইট একটি অরজিনাল url কে কনভার্ট করে short url এ প্রকাশ করার অনুমতি দিয়ে থাকে।
url কিভাবে কাজ করে
এখন পর্যন্ত আমরা url কি ! এবং url এর বিভিন্ন অংশ সম্পর্কে আলোচনা করেছি। এখন জেনে নেওয়া যাক,url আসলে কিভাবে কাজ করে! আমরা যখন এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যোগাযোগ করি তখন একই নির্দিষ্ট ip ঠিকানা প্রয়োজন হয়। কিন্তু আমরা যদি আমাদের ডোমেইনের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে আমাদের url এ কোন ip ঠিকানা বা এড্রেস নেই।
এখানে শুধুমাত্র ইংরেজি কয়েকটি অক্ষর দেওয়া রয়েছে। যা কোন যন্ত্র দ্বারা আসলে বোঝা সম্ভব নয়। সেক্ষেত্রে সাইটের url টি আইপি এড্রেস পরিবর্তন করার জন্য আমাদের ওয়েব ব্রাউজার গুলোতে ডোমেন নেম সার্ভার নামে একটি পরিষেবা ব্যবহার করে থাকে যার সাহায্যে মূলত url টির আইপি ঠিকানা পরিবর্তন হয় এবং ডেটা ট্রান্সফারের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এরপর আমাদের সার্ভারের নামের পর ঠিকানা নাম নেওয়া হয়।
url এর প্রয়োজনীয়তা
url এর প্রয়োজনীয়তা অনেক গুরুত্বপূর্ণ। কারণ ইন্টারনেটের লাখ লাখ ওয়েবসাইট রয়েছে। এই লাখ লাখ ওয়েবসাইট গুলোর মধ্যে থেকে একটি নির্দিষ্ট ওয়েবসাইট খুঁজে বের করতে url গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর url না থাকলে আমরা নির্দিষ্ট কোন ওয়েবসাইট খুঁজে বের করতে পারতাম না।
হাজার হাজার ওয়েবসাইটের মধ্যে থেকে একটি নির্দিষ্ট ওয়েবসাইট খুঁজে বের করার জন্য url এর প্রয়োজনীয়তা খুব গুরুত্বপূর্ণ। url আমাদের কাজকে খুবই সহজ করে দিয়েছে। এখন আমাদের ওয়েবসাইট আর খুঁজে খুঁজে বের করতে হয় না।
শুধুমাত্র ওয়েবসাইটের ইউআরএল দিয়ে সার্চ করে আমরা আমাদের নির্দিষ্ট ওয়েবসাইটটি খুঁজে পেতে সক্ষম হই। তাই পরিশেষে বলা যায় যে url এর প্রয়োজনীয়তা অনেক বেশি। url আমাদের কাজকে আরো অনেক বেশি সহজ করে দিয়েছে।
ফেসবুক url কি
আমাদের অনেকের মনে এখন প্রশ্ন আসতে পারে ওয়েবসাইটের url সম্পর্কে তো জানলাম কিন্তু ফেসবুক url তাহলে কি! সাধারণত আমরা ফেসবুক আইডির মধ্যে প্রবেশ করলে ওই আইডির ওপর একটি হোম বাটন থাকে।
হোম বাটনের মধ্যে প্রবেশ করলে আমাদের ফেসবুক আইডির url আমরা দেখতে পাই। অর্থাৎ একটি নির্দিষ্ট লিংক দেয়া থাকে এবং সেটা আমরা দেখতে পাই। এটি হচ্ছে ফেসবুকের url। এক কথায় বলতে গেলে url হচ্ছে কোন ওয়েবসাইটের এড্রেস বা ঠিকানা।
এই নির্দিষ্ট ফেসবুক url এর মাধ্যমে আমরা নির্দিষ্ট ফেসবুক আইডি খুঁজে পাই। url দ্বারা আমরা আমাদের লক্ষ লক্ষ ফেসবুক আইডির মধ্যে থেকে নির্দিষ্ট একটি ফেসবুক আইডি খুজে পেতে সক্ষম হয় তাই এই ফেসবুক url এর গুরুত্ব অপরিসীম।
শেষ কথা
উপরের পোষ্টটি পড়ে আমরা url সম্পর্কে মোটামুটি একটি ধারণা হয়তো পেয়ে গেছি। যদি সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নিত্য প্রয়োজন এর বিভিন্ন তথ্য পেতে ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url