রাতে ঘুমের মধ্যে হঠাৎ পায়ের রগে টান পড়লে কি করবেন জানুন
রাতে ঘুমের মধ্যে হঠাৎ পায়ের রগে টান পড়লে কি করবেন এটা আমাদের মধ্যে অনেকেই জানেন না। কমবেশি আমাদের মধ্যে অনেকেরই ঘুমের মধ্যে বা শীতকালে পায়ের রগে টান ধরার ঘটনা ঘটে থাকে। আবার অনেকে ঘুম থেকে উঠে হাঁটতে গেলে পায়ের শিরাতে টান ধরে অনেকের।কখনো আবার হাঁটতে হাঁটতে হঠাৎ পা বেঁকে যায় কিংবা বেকে যায় পায়ের আঙুল। প্রিয় পাঠক আজকে আমার আর্টিকেলের বিষয় রাতে ঘুমের মধ্যে হঠাৎ পায়ের রগে টান পড়লে কি করবেন সে সম্পর্কে।
ভূমিকা
আপনি কি জানতে চান রাতে ঘুমের মধ্যে হঠাৎ পায়ের রগে টান পড়লে কি করবেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আজকে আমার আর্টিকেলে আলোচনা করবো রাতে ঘুমের মধ্যে হঠাৎ পায়ের রগে টান পড়লে কি করবেন সে সম্পর্কে। সাধারণত পায়ের কাফ মাসল বা পেছনের মাংসপেশি এবং পায়ের পাতায় টান ধরে। টান ধরার কারণ হলো হঠাৎ মাংসপেশি শক্ত হয়ে যাওয়া।
মাঝেমধ্যে ব্যথা উরুতে উঠে আসে। ব্যথা কি বোঝা কারো কারো অনেক বেশি হয় এবং এটা কয়েক সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়। আবার কখনো কখনো এই ব্যথা কয়েক মিনিট থেকে সারারাত পর্যন্ত স্থায়ী হয়। যে কোন বয়সের যে কারো এই সমস্যা হতে পারে। তবে বয়স্ক মানুষ এবং নারীদের মধ্যে পেশীতে টান পড়ার প্রবণতা বেশি।
রাতে ঘুমের মধ্যে হঠাৎ পায়ের রগে টান পড়লে কি করবেন
হঠাৎ করে যদি আপনার রাতে ঘুমের মধ্যে পায়ের রগের টান পড়ে তাহলে সর্বপ্রথম আপনার পিসিকে রিলাক্স করার ব্যবস্থা করতে হবে। এর ফলে বেশি প্রসারণ ঘটবে এবং ব্যথা কমতে শুরু করবে। তবে যদি পায়ের কাপ মাসালে টান পড়ে তাহলে পা মেলে দিয়ে হাতের আঙুল দিয়ে নিজের দিকে টানার চেষ্টা করবেন।
উরুর পেছনের দিকে পেশিতে টান ধরলে চিৎ হয়ে শুয়ে তা ভাজ করে হাট বুকের দিকে নিয়ে আসুন যতটা সম্ভব। এরপর উরুর পেছনের দিকে পেশীতে হালকা হাতে মালিশ করুন এবং হট ব্যাগ ব্যবহার করতে পারেন। বেশি যদি বেশি ফুলে যায় তাহলে আইস ব্যাগ দিয়ে ঠান্ডা সেঁক দিতে পারেন। ব্যাথানাশক ওষুধ বা জেল ব্যবহার করতে পারেন। হঠাৎ পায়ে টান ধরলে শক্ত কোন কাজ করবেন না।বরং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে।
রাতে ঘুমের মধ্যে হঠাৎ পায়ের রগে টান পড়ার কারন কি
রাতে ঘুমের মধ্যে হঠাৎ পায়ের টান লাগার বিশেষ কিছু কারণ থাকতে পারে। এছাড়া খাবারের সমস্যার কারণেও অনেক সময় পায়ের রগ টান ধরে থাকে। চলুন তাহলে জেনে নেই রাতে ঘুমের মধ্যে হঠাৎ পায়ের রগে টান পড়ার কারণ কিঃ
- প্রাথমিকভাবে একে স্নায়ুর সমস্যা হিসেবে ধরা হয়ে থাকে।পেশী এবং স্নায়ুর মধ্যে সামঞ্জস্য যখন বিঘ্নিত হয় তখন এই সমস্যা বাড়তে পারে।যা বিশেষ করে রাতের দিকে হওয়ার ঝুঁকি বেশি থাকে। বয়স হলে এ ধরনের সমস্যা বাড়তে পারে।
- আবার অনেক সময় দেখা যায় পায়ের পেশিগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে রক্ত পরিবহন হয় না যার কারণে সেখানে অক্সিজেনের পরিমাণ কমে যেতে পারে। এরকম অবস্থায় আমাদের ঘন ঘন পায়ের রগে টান ধরার সমস্যা দেখা যায়। যার কারণে তখন পায়ের রগে টান ধরে মাঝেমধ্যে।
- পায়ের উপর খুব বেশি চাপ পড়লে এ ধরনের সমস্যা হতে পারে। কোন নির্দিষ্ট সময়ে অতিরিক্ত বেশি হাঁটাহাঁটি করলে বা শরীরচর্চার সময় পায়ের চাপ পড়লে মাঝেমধ্যে এই ধরনের পায়ের রগে টান ধরে থাকে। এজন্য হাটাহাটি করার এবং শরীরচর্চা করার মধ্যে আমাদের সতর্ক থাকতে হবে।
- অনেক সময় বিভিন্ন রোগের লক্ষণ হতে পারে এটি। যেমন কিডনির সমস্যা থাকলে প্রস্রাবের বেগ ও পরিমাণ কমে যেতে পারে। যার নিয়ন্ত্রণ করতে হলে আমাদের ঔষধ গ্রহণ করতে হয়। বিভিন্ন ধরনের ওষুধের কারণেও এ ধরনের সমস্যা দেখা দিতে পারে।
- অন্যদিকে রক্তের সুগারের মাত্রা বেশি থাকার কারণে পায়ের স্নায়ুর ক্ষতি হয়। সেই হিসেবে ডায়াবেটিস নার্ভ ড্যামেজ বলা হয়। এ কারণে রাতে ঘুমের মধ্যে হঠাৎ পায়ের পেশিতে টান ধরতে পারে।
- এছাড়াও পর্যাপ্ত পরিমাণে পানি পান না করার পরে ডি হাইড্রেশনের কারণে আমাদের পায়ের রগে টান ধরতে পারে। শুধু ডিহাইড্রেশনের কারণে তাদের শরীরে ক্যালসিয়াম, পটাশিয়াম, ইত্যাদির ঘাটতি রয়েছে তারা এ সমস্যায় ভুগতে পারেন।
- অন্যদিকে সঠিক পজিশনে না ঘুমানোর ফলে এবং দীর্ঘ সময় বসে থাকার কারণে পায়ের রগের টান ধরা সমস্যা দেখা দিতে পারে।
- গর্ভবতী নারীদের ক্ষেত্রে প্রয়োজনীয় খনিজের অভাবে পায়ের রগে টান ধরতে পারে।
প্রতিরোধের উপায়
প্রিয় পাঠক এতক্ষণ ধরে আমরা জানলাম রাতে ঘুমের মধ্যে হঠাৎ পায়ের রগে টান পড়লে কি করবেন সে সম্পর্কে বিস্তারিত সকল তথ্য। এখন আমরা জানবো এই ধরনের সমস্যা প্রতিরোধের উপায় কি কি। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক।
- নিয়মিত ঘুমাতে যাওয়ার আগে পায়ের পেশীর এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে। শরীরে পানি শূন্যতা দূর করতে অন্তত সর্বনিম্ন আট গ্লাস পানি পান করতে হবে। এছাড়াও তার সাথে পর্যাপ্ত পরিমাণ ফলের রস এবং ডাবের পানি খেতে হবে।
- ধুমপান এবং মদপান থেকে বিরত থাকতে হবে। নিয়মিত পর্যাপ্ত পরিমাণ হাঁটাহাঁটি করার অভ্যাস করতে হবে। সপ্তাহে অন্তত ৫ থেকে ৩০ মিনিট করে হাঁটার অভ্যাস করুন। দীর্ঘ সময় একটানা বসে থেকে কাজ না করে এক ঘন্টা পর পর অবস্থান পরিবর্তন করে এবং হাঁটাচলা করুন।
- পটাশিয়াম সমৃদ্ধ খাবার আমাদের পেশীতে টান কমাতে সাহায্য করতে পারে। এছাড়াও আমাদের বেশি এবং স্নায়ুর মধ্যে সংযোগ রক্ষা করতে সাহায্য করে পটাশিয়াম সমৃদ্ধ খাবার। এছাড়াও কখনো কখনো প্রোটিন সমৃদ্ধ খাবার আমাদের সুফল দিতে পারে। আসলে প্রোটিন আমাদের বেশি কিছু সমস্যা সমাধানের সাহায্য করতে পারে।
- এক্ষেত্রে পটাশিয়ামের সেরা উৎস হতে পারে কলা। পটাশিয়াম কার্বন ভাঙতে এবং বেশি গঠনে সাহায্য করে থাকে। এজন্য কলা হতে পারে এ ক্ষেত্রে আমাদের উপকারি খাবার। এছাড়াও পটাশিয়াম আমাদের স্নায়ুতন্ত্রের কার্যকরিতা বজায় রাখতে সাহায্য করে।
- কলা খাওয়ার পাশাপাশি মিষ্টি আলুও পটাশিয়ামের সেরা উৎস। মিষ্টি আলুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। তাছাড়া যে কোন ধরনের আলো আমাদের শরীরে প্রচুর পরিমাণে পানির সরবরাহ করে থাকে। ফলে আমাদের শরীর হাইড্রেট থাকে।
- শীতকালের সিম এবং মটরশুটিও হতে পারে আপনার শরীরের প্রোটিন এবং ম্যাগনেসিয়ামের সেরা উৎস। এছাড়াও কালো বিন খেতে পারেন কারণ এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার।
- আবার অনেক ক্ষেত্রে ভিটামিন বি এর ঘাটতি দেখা দিলে তখন ঘন ঘন পেশীতে টান ধরা সমস্যা দেখা দিতে পারে।
- ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে যেমনঃ ডিম, দুধ, শাকসবজি, বিভিন্ন ধরনের টাটকা ফল, কলিজা ইত্যাদি। এছাড়াও ডাক্তারের পরামর্শ নিয়ে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেতে পারেন।
- কিছু কিছু অবস্থান পরিহার করতে হবে যেমনঃ পা বেঁকে বসা বা ক্রস করে বসা। পা বেঁকে বসলে পায়ের উপর চাপ পড়ে এবং রক্ত চলাচলে ব্যহত হয়। এজন্য এ ধরনের অবস্থানে কখনো বসা উচিত নয়। দীর্ঘ সময় এ ধরনের অবস্থানের কারণে আমাদের পায়ে মাঝেমধ্যেই হঠাৎ করে রগে টান ধরতে পারে।
- রাতে যাদের অতিরিক্ত বেশি পায়ের রগে টান ধরা অভ্যাস রয়েছে তারা ঘুমাতে যাওয়ার আগে গরম পানিতে গোসল করে নিতে পারেন। সাঁতার কাটা হতে পারে খুব ভালো একটি ব্যায়াম। অন্তত সপ্তাহে দুই থেকে তিনদিন সাঁতার কাটতে পারেন।
তবে পায়ের রগে টান ধরা সমস্যাটি যদি প্রায়ই হয়ে থাকে এবং পেশি ফুলে যায় পাশাপাশি পায়ের চামড়া রং পরিবর্তন হয় এবং পা অবশ হয়ে যাওয়ার মত সমস্যা দেখা দেয় তাহলে যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে।
শেষ কথা
প্রিয় পাঠক এতক্ষণ ধরে আমরা জানলামরাতে ঘুমের মধ্যে হঠাৎ পায়ের রগে টান পড়লে কি করবেন সে সম্পর্কে। কিভাবে রাতে ঘুমের মধ্যে হঠাৎ পায়ের হবে টান ধরা সমস্যা প্রতিরোধ করা যায় সে সম্পর্কে।তাহলে আর দেরি কেন আপনারা সকলেই এই টিপস গুলো ফলো করার চেষ্টা করবেন।আশা করছি আজকের এই পোস্টটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন।
যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করবেন।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। আমার আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের কোন আর্টিকেলের সাথে।আসসালামু আলাইকুম।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url