ঘরোয়া উপায়ে হাত পায়ের কালো দাগ দূর করবেন কিভাবে জানুন

আচ্ছা ভাবুন তো যদি আপনার চেহারার রং এর সাথে হাত পায়ের রং না মেলে তখন কেমন লাগবে? অবশ্যই খারাপ লাগবে।সব সময় সুন্দর এবং আকর্ষণীয় থাকার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনার দাগ বিহীন ত্বক। কিন্তু আমাদের ত্বক সব সময় দাগ হীন এবং পরিষ্কার রাখা খুব একটা সহজ হয় না। কেননা বিভিন্ন কাজে আমাদের বাইরে দৌড়াদৌড়ি করতে হয়।
ঘরোয়া উপায়ে হাত পায়ের কালো দাগ দূর করবেন কিভাবে জানুন
যার কারণে আমরা সঠিক ভাবে ত্বকের যত্ন নিতে পারি না। আর দাগবিহীন ত্বক না হলে আমাদের সৌন্দর্য পরিপূর্ণ হয় না। শুধু মুখ নয় বরং হাত পায়েরও যত্ন নেওয়ার জরুরী। প্রিয় পাঠক আজকে আমার আর্টিকেলের বিষয় ঘরোয়া উপায়ে হাত পায়ের কালো দাগ দূর করবেন কিভাবে সে সম্পর্কে বিস্তারিত সকল তথ্য নিয়ে।

ভূমিকা

ঘরোয়া উপায়ে হাত পায়ের কালো দাগ দূর করবেন কিভাবে জানতে হলে আমার আর্টিকেলর শেষ পর্যন্ত সাথেই থাকুন। অনেকের ত্বক সুন্দর হলেও হাত পায়ের কালো দাগ এবং মুখের তুলনায় কম ফর্সা হওয়ার কারণে বিভিন্ন রকম ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে যখন অনেকক্ষণ রোদে থাকা হয় তখন আমাদের পায়ের হাতে ছোপ ছোপ এক ধরনের বাদামে রঙের দাগ পড়ে যায়। তখন দেখতে বেশ খারাপ দেখায়।

ঘরোয়া উপায়ে হাত পায়ের কালো দাগ দূর করবেন কিভাবে জানুন

ঘরোয়া উপায়ে হাত পায়ের কালো দাগ দূর করতে হলে দরকার পরিপূর্ণ যত্ন করার। হাত যখন কালো হয় তখন হাতের আংটি কিংবা চুরি পরলে সেটা দেখতে একদমই ভালো লাগে না। অনেক সময় আঙ্গেলের গেটে কিংবা গোড়ালিতে ও পায়ের নখের বিভিন্ন ধরনের কালো দাগ পড়ে যায়। যার কারণে সুন্দর স্যান্ডেল পরলেও আমাদের পা মানায় না।
এগুলো সমস্যার ক্ষেত্রে প্রাকৃতিক ঘরোয়া কিছু উপাদান দিয়ে রূপচর্চা করার কোন বিকল্প নেই। আপনি চাইলে খুব সহজে ঘরে বসে কম সময়ে আপনার হাত পায়ের কালো দাগ দূর করতে পারবেন। এতে করে যেমন খরচ কম হবে ঠিক তেমনি সময়ও কম লাগবে। চলুন তাহলে জেনে আসি ঘরোয়া উপায়ে হাত পায়ের কালো দাগ দূর করবেন কিভাবে সে সম্পর্কে বিস্তারিত সকল তথ্যঃ

লেবুর রস

হাত পায়ের আঙ্গুলের কালো দাগ দূর করতে লেবুর রস খুবই গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক উপাদান। আমরা সবাই জানি লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি এবং এটি আমাদের সবার বাড়িতে রয়েছে। আপনি যখন বাইরে থেকে আসবেন তখন প্রথমে হাতটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর একটা লেবু কেটে নিয়ে সেটার রস খুব ভালোভাবে হাত পায়ের আঙ্গুলে ঘষে নিতে হবে।
এভাবে 15 থেকে 20 মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে হাত পা ধুয়ে নিতে হবে। এরপর আরেকটি লেবুর রস বের করে নিয়ে এর সাথে এক চামচ চিনি মিশিয়ে ভালোভাবে আপনার হাত ও পায়ের আঙ্গুলে এবং ভাঁজে লাগিয়ে রাখুন। এরপর ১৫ মিনিট অপেক্ষা করুন। এটা আপনার হাত পায়ের ন্যাচারাল স্ক্রাব এর কাজ করবে।
 আর বাকি অর্ধেক লেবুর সাথে এক চা চামচ মধু মিশিয়ে এত সুন্দর পেস্ট তৈরি করে ্নিন। এবার এই পেস্টটি আপনার হাত এবং পায়ের কালো দাগের উপর লাগিয়ে কমপক্ষে ৩০ মিনিট অপেক্ষা করুন। তিরিশ মিনিট পরে হালকা কুসুম গরম পানি দিয়ে আপনার হাত ও পা ভালোভাবে ধুয়ে নিন। এতে করে আপনার হাত ও পায়ে পোড়া দাগ সহ বিভিন্ন রকমের কালো দাগ দূর হয়ে যাবে খুব সহজেই।

চালের গুড়া এবং তরমুজের রস

ঘরোয়া উপায় হাত পায়ের কালো দাগ দূর করতে চালের গুড়া এবং তরমুজের রস খুবই গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক উপাদান। কয়েক টুকরো তরমুজ নিয়ে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে তার সাথে এক টেবিল চামচ চালের গুঁড়া মিশিয়ে নিন। এরপর ভালোভাবে একটি পেস্ট তৈরি করে গোসল করার কমপক্ষে 15 থেকে 20 মিনিট আগে এটা আপনার হাত পায়ে লাগিয়ে রাখুন।
হালকা একটু শুকিয়ে আসলে ভালোভাবে ঘষতে থাকুন। এতে করে আপনার হাত পায়ের কালো দাগ দূর হয়ে যাবে খুব সহজে। এভাবে কমপক্ষে সপ্তাহে তিনদিন করতে হবে। তাহলে আপনি একটি ভাল ফলাফল পাবেন।

হলুদের গুঁড়া

ঘরোয়া উপায়ে হাত-পায়ে এবং ত্বকের যেকোনো কালো দাগ দূর করতে হলুদের গুড়া খুবই গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উপাদান এটা আমরা অনেকেই হয়তোবা জানি। আমাদের হাত পায়ের কালো দাগ দূর করতে হলুদের গুড়ার কোন বিকল্প নেই। প্রথমে এক চামচ হলুদ গুঁড়া করে নিয়ে কিছুক্ষণ ভেজে নিন কফি কালার না হওয়া পর্যন্ত।
এরপর একটি পরিষ্কার বাটিতে তুলে নিয়ে সেখানে এক চামচ লেবুর রস মিক্স করে একটি পেস্ট তৈরি করে নিন। তারপর আপনার হাত পায়ের কালো জায়গায় এটি সুন্দর করে লাগিয়ে রাখুন এবং ৩০ মিনিট অপেক্ষা করুন। হালকা করে শুকিয়ে আসার পর সেখানে আরেকটু লেবুর রস দিয়ে ভালোভাবে স্ক্রাব করতে থাকুন।
এভাবে সপ্তাহে অন্তত দুইদিন করে দেখুন আপনার হাত-পায়ের কালো দাগ দূর হয়ে যাবে খুব সহজেই এবং আপনার হাত পা আরো টানটান ও উজ্জ্বল দেখাবে। আপনি খুব সহজেই ঘরে থাকা উপাদান দিয়ে আপনার হাত পায়ের কালো দাগ দূর করতে পারবেন।

অ্যালোভেরা জেল

অনেকের বাসায় এলোভেরা জেল রয়েছে এবং এই এলোভেরা জেল বিভিন্ন কাজে লাগে। একটি অ্যালোভেরা গাছ থেকে কেটে এনে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এটি কেটে জেল বের করে নেন। এবার এটা হাত ও পায়ের আঙ্গুলের কালো জায়গা গুলোতে লাগিয়ে রাখুন অন্তত ৪০ মিনিট। এরপর হাত ও পা ভালোভাবে কুসুম গরম পানিতে ধুয়ে নিন।
দেখবেন আপনার হাত ও পা অনেক টান টান ও মসৃণ হয়ে গেছে। তবে আমাদের মধ্যে অনেকের এলার্জির সমস্যা রয়েছে অনেক বেশি। এলার্জি সমস্যা থাকলে এই ক্ষেত্রে আপনি বাজার থেকে প্যাকেট অ্যালোভেরা ব্যবহার করতে পারেন। এছাড়াও এলোভেরা গাছের সাথে আপনি শসার রস মিশিয়ে পেস্ট তৈরি করে সেটি হাত পায়ে মাসাজ করতে পারেন।
এতে করে হাত পায়ের কালো দাগ এবং রোদে পোড়া দাগ দূর হয়ে যাবে। অথবা আপনি এলোভেরা জেল রাতে ঘুমাতে যাওয়ার আগে হাত পা ধুয়ে পরিষ্কার করে লাগিয়ে ঘুমিয়ে যেতে পারেন।

বেসন এবং কফি

আমাদের হাত পায়ের ত্বক এবং মুখের ত্বক পরিষ্কার রাখতে বেসনের কোন জুড়ি নেই। বেসনের মাস ব্যবহার করে আপনি মাত্র এক সপ্তাহে যেতে পারেন লাবণ্য উজ্জ্বল ত্বক এবং হাতপা।বেসনের পেস্ট তৈরি করতে সর্বপ্রথম আপনাকে ২ টেবিল চামচ বেসন এক চামচ হলুদের গুঁড়া এবং দুই টেবিল চামচ কাঁচা দুধ সাথে একটু গোলাপ জল, কফি এবং লেবুর রস মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে নিন।

 এরপর আপনার হাত পায়ে লাগিয়ে কমপক্ষে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করুন। এটি যখন হালকা করে শুকিয়ে আসবে তখন সামান্য লেবুর রস বা মধু নিয়ে ভালোভাবে ঘষতে থাকুন। সপ্তাহে দুবার এটি ব্যবহার করলে আপনার হাত পায়ের জেদি কালো দাগ দূর হয়ে যাবে। এবং আপনার হাত-পা উজ্জ্বল ও ফর্সা এবং টানটান হবে।

টক দই

টক দই কমবেশি আমাদের অনেকের পছন্দের। এটি খেতে অনেকে খুব বেশি পছন্দ করে। আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী উপাদান টক দই। টক দই খেলে আমাদের শরীর ঠান্ডা থাকে। শুধু খাবারের দিকে নয় বরং আমাদের রূপচর্চা এবং চুলের যত্নে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান।

 প্রতিদিন গোসল করার আগে টক দই এর সাথে এক চামচ মধুর নিচে ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়ে সেটি আপনার হাত পায়ে এবং মুখে মাসাজ করুন।টানা একমাস করলে ধীরে ধীরে আপনার মুখসহ হাত ও পায়ে সমস্ত কালো দাগ দূর হয়ে যাবে। তবে ভালো ফলাফল পেতে টক দই সাথে লেবুর রস মিশিয়ে নিতে পারেন।

পাকা পেঁপে

হাতও পায়ের কালো দাগ দূর করতে পাকা পেঁপে খুবই গুরুত্বপূর্ণ ও কার্যকর একটি উপাদান। পাকা পেঁপে আমাদের ত্বকের রোদে পোড়া দাগ ও কালচে দাগ দূর করতে সাহায্য করে। তাই হাত-পা পরিষ্কার রাখতে পাকা পেপে কে ভালোভাবে চোটকে নিন। এর সাথে এক চামচ এলোভেরা জেল এবং মধু মিশিয়ে নিতে পারেন।
তারপর সবগুলো উপাদান একসাথে ভালোভাবে মিক্স করে নিয়ে সেটি আপনার হাত ও পায়ে ঘষে ঘষে লাগাতে থাকুন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটা গোসলের আগে করলে সবচেয়ে ভালো হবে। এটি ততদিন পর্যন্ত করতে থাকুন যতদিন পর্যন্ত না আপনি একটি ভাল ফলাফল পাচ্ছেন।

কমলার খোসা

কমলা আমাদের কম বেশি অনেকের প্রিয় একটি ফল। শুধু খাওয়া দাওয়ার ক্ষেত্রে নয় বরং এটি ত্বকের জন্য খুবই উপকারী। কমলার খোসা আমাদের ত্বকের কালকে ভাব দূর করে এবং ত্বকের ময়লা ভেতর থেকে পরিষ্কার করে দেয়। প্রথমে কমলার খোসা ভালোভাবে রোদে শুকিয়ে নিন। খোসা শুকিয়ে গেলে এটি ভালো হবে ব্লেন্ড করে পাউডার তৈরি করে নিন।
তারপর এর সাথে কাঁচা দুধ এবং ভালোভাবে পেস্ট তৈরি করে নিন। পেস্ট তৈরি করা হয়ে গেলে এটি হাত ও পায়ে ভালোভাবে লাগিয়ে দিন। তারপর ১৫ থেকে ২০ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলে দিন। তারপর মুছে নিয়ে মশ্চারাইজার লাগিয়ে রাখুন। এই মাস্কটি আপনার হাত ও পায়ের ময়লা দূর করে দেবে এবং ফর্সা ও উজ্জ্বল করবে। ভালো ফলাফল পেতে এটি কমপক্ষে সপ্তাহে তিন দিন ব্যবহার করতে হবে।

টমেটো

টমেটো একটি শীতকালীন সবজি হলেও আজকাল সব ঋতুতেই এই টমেটো পাওয়া যাচ্ছে। টমেটোর রসের রয়েছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান। টমেটোর রস দুই চামচ এবং দুধের সর এক চামচ একসঙ্গে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। এরপর এটি তুলার সাথে হাত ও পায়ে লাগিয়ে রাখুন। কমপক্ষে চল্লিশ মিনিট পর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন।

আলুর রস

আমরা সকলেই জানি আলুর রস আমাদের মুখের ময়লা কাটে এবং ত্বক রোদে পোড়া দাগ এবং কালো দাগ দূর করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।প্রথমে আলু ভালোভাবে ধুয়ে গ্রেট করে নিয়ে এর মধ্যে থেকে আলুর রস বের করে নিন। এরপর এর মধ্যে এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে ১৫ মিনিটের জন্য হাত ও পায়ে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন।

দুধে ভিজিয়ে রাখুন

দুধে প্রচুর পরিমাণে ল্যাকটিক এসিড রয়েছে যা আমাদের হাত ও পা এবং মুখের ত্বক সুস্থ রাখে। এটি শুধুমাত্র ত্বকের কালকে দাগ দূর করতে সাহায্য করে না বরং এটি আমাদের ত্বক ও হাত পা মসৃণ করতে সাহায্য করে। একটি পাত্রে ঠান্ডা দুধ নিয়ে সেখানে ১০ থেকে ১৫ মিনিট হাত এবং পা ভিজিয়ে রাখুন। এরপর তুলে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন। তারপর একটি ভালো মশ্চারাইজার লাগিয়ে রাখুন।

ময়দার প্যাক ব্যবহার

ময়দা আমাদের পায়ের ত্বকে কালকে দাগ দূর করতে সাহায্য করে। টমেটোর রসের সঙ্গে ময়দা, লেবুর রস এবং শসার রস মিশিয়ে পেস্ট তৈরি করে সেটি হাত ও পায়ে লাগিয়ে রাখুন। তারপর হালকা হাতে মাসাজ করে দশ মিনিট পর পানিতে ধুয়ে ফেলুন।

আপেল সিডার ভিনেগার

এটিই কমবেশি রান্নার কাজে সকলে ব্যবহার করে থাকেন। আপেল সিডার ভিনেগার শুধুমাত্র রান্নার কাজেই নয় বরং এটি আমাদের হাত ও পায়ের কালচে ভাব দূর করতে এবং যাবতীয় সমস্যা দূর করতে সাহায্য করে। এর ভিটামিন এবং মিনারেল আমাদের হাত ও পায়ের ত্বক উজ্জ্বল করে।
ভিনেগার এর সঙ্গে সমান পরিমাণে পানি মিশিয়ে পা সেখানে ভিজিয়ে রাখুন। ১০ থেকে ১৫ মিনিট ভিজিয়ে রাখার পরে এই হালকা হাতে মাসাজ পড়ে ধুয়ে ফেলুন। তারপর অবশ্যই ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না। এভাবে সপ্তাহে একদিন করে দেখুন আপনার হাত পায়ের কালো দাগ দূর হয়ে যাবে।

ব্রেকিং সোডা ও দুধ

পায়ের ত্বক দাগহীন করতে বেকিং সোডা এবং দুধের কোন বিকল্প নেই। দুধের সঙ্গে সামান্য পরিমাণ ব্রেকিং সোডা মিশিয়ে একটি পেস্ট তৈরি করে সেটি আপনার হাত ও পায়ে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট রেখে দিন এবার হাত-পা ভালোভাবে ধুয়ে মশ্চারাইজার লাগিয়ে রাখুন।

মুলতানি মাটি এবং গোলাপ জল

মুলতানি মাটির ব্যবহার অনেক আগে থেকেই হয়ে আসছে। মুলতানি মাটি আমাদের ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে এবং রোদে পোড়া ভাব দূর করতে পারে। অন্যদিকে গোলাপজলের মধ্যে রয়েছে এন্টি ইনফ্লামেটরি উপাদান যা আমাদের ত্বকের বিভিন্ন ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে।
মুলতানি মাটির সঙ্গে গোলাপ জল মিশিয়ে একটি পেজ তৈরি করে সেটি হাত এবং পায়ে লাগিয়ে রাখুন। কমপক্ষে 15 থেকে 20 মিনিট লাগিয়ে শুকানোর অপেক্ষা করুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলার সময় হালকা হাতে মাসাজ করে ধুয়ে ফেলুন এবং মশ্চারাইজার লাগাতে অবশ্যই ভুলবেন না।

পাঠকের শেষকথা

প্রিয় পাঠক এতক্ষণ ধরে আমরা জানলাম ঘরোয়া উপায়ে হাত পায়ের কালো দাগ দূর করবেন কিভাবে সে সম্পর্কে বিস্তারিত সকল তথ্য।আশা করছি আজকের এই পোস্টটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন।যদি আপনি উপকৃত হয়ে থাকেন।তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করবেন।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন।আজকে এই পর্যন্তই।দেখা হবে পরের কোন পোস্টে।
আজকের এই পোস্টে যদি আপনার কোন মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।এধরনের আরো আর্টিকেল পড়তে এবং বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আমার ওয়েবসাইটটি ফলো করুন।আর এতক্ষণ ধরে আমার আর্টিকেলের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।আসসালামু আলাইকুম।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url