ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম এবং অ্যাকাউন্ট চেক করার নিয়ম
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাধারণ জনগণের কাছে একটি অত্যন্ত পছন্দের এবং বিশ্বস্ত একটি ব্যাংক। মানুষ হিসেবে আমাদের সকলের ব্যাংকের লেনদেনের প্রয়োজন রয়েছে। বাংলাদেশে অনেক ব্যাংক থাকা সত্ত্বেও আমরা বেশিরভাগ মানুষ ইসলামী ব্যাংক বেশি পছন্দ করে থাকি। প্রিয় পাঠক আজকে আমার আর্টিকেলের বিষয় ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম এবং অ্যাকাউন্ট চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত সকল তথ্য নিয়ে।যেকোনো মানুষ এই ব্যাংকে একাউন্ট খুলতে গেলে এই ব্যাংকের কর্মকর্তারা খুব যত্ন সহকারে একজন সাধারণ মানুষের অ্যাকাউন্ট খুলে দেয় এবং একটা একাউন্ট খোলা সম্পর্কে বিভিন্ন তথ্য তাকে জানাই। ইসলামী ব্যাংকের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট রয়েছে।
ভূমিকা
ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম এবং অ্যাকাউন্ট চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমার আর্টিকেলে শেষ পর্যন্ত সাথে থাকতে হবে। ইসলামী ব্যাংক বর্তমানে বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক অন্যতম। এই ব্যাংকের বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী সঞ্চয়ের ক্ষেত্রে বেশ কিছু সুবিধা রয়েছে। এই ব্যাংকে কৃষক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী এবং শিল্পপতিরা সঞ্চয় করে থাকে।
ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম এবং অ্যাকাউন্ট চেক করার নিয়ম
ইসলামী ব্যাংক একাউন্ট খোলা বর্তমানে খুবই সহজ একটি কাজ। বর্তমানে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম পূর্বের তুলনায় অনেক সহজ করে দেওয়া হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ব্যাংক প্রতিষ্ঠানে যেকোন ধরনের অ্যাকাউন্ট সশরীরে গিয়ে নিকটস্থ ব্যাংকে উপস্থিত হয়ে সেখানে কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে যেকোনো ধরনের অ্যাকাউন্ট খোলা যায়।
এছাড়াও এখন ডিজিটাল যুগে অনলাইনের মাধ্যমে সেলফিন অ্যাপস এর সাহায্যে খুব সহজেই ঘরে বসে কম সময়ের মধ্যে ইসলামি ব্যাংকে যেকোনো ধরনের একাউন্ট খোলা যায়। ইসলামী ব্যাংকে একাউন্ট খুলতে সাধারণত আপনার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি/ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি/পাসপোর্ট এর ফটোকপি যে কোন একটি কপি লাগবে। সদ্য তোলা দুইটি পাসপোর্ট সাইজের ছবি।
যাকে নমিনি করা হবে তার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, অ্যাকাউন্ট নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি। ট্রেড লাইসেন্স এর ফটোকপি, অ্যাকাউন্ট ধারীর স্বাক্ষর এবং কমপক্ষে ১ হাজার টাকায় ইন্সট্যান্ট ডিপোজিট করতে হবে। এই কয়েকটা কাগজপত্র হলেই খুব সহজেই নিকটস্থ ইসলামী ব্যাংকে একাউন্ট খোলা যাবে। ইসলামী ব্যাংকে সাধারণত তিন ধরনের একাউন্ট খোলা যায়।
১. স্টুডেন্ট একাউন্ট(Student Account)
২. সেভিংস একাউন্ট(Savings Account)
৩. কারেন্ট একাউন্ট(Current Account)
ইসলামী ব্যাংকে আপনি মোট এই তিন ধরনের অ্যাকাউন্ট করতে পারেন। যারা স্টুডেন্ট তারা স্টুডেন্ট অ্যাকাউন্ট করতে পারেন। যারা সেভিংস করবে তাদের জন্য রয়েছে সেভিংস অ্যাকাউন্ট। আর আরেকটি অপশন রয়েছে সেটা হচ্ছে কারেন্ট একাউন্ট। আপনি যখন ইসলামী ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খোলার কথা বলবেন তখন ইসলামী ব্যাংকের থাকা নিকটস্থ কর্মকর্তাদের আপনাকে জানাতে হবে যে আপনি কোন ধরনের অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন।
তাহলে আপনাকে অ্যাকাউন্ট খোলার জন্য একটি ফর্ম দেওয়া হবে। ফর্মে যতগুলো তথ্য দিতে বলবে সেগুলো ভালোভাবে সঠিক তথ্য দিবেন বা আপনার কাছ থেকে তারাই তথ্য নিয়ে ফর্মটি পূরণ করবে। এরপর আপনার মোবাইল নম্বর এবং বিভিন্ন ডকুমেন্টস নিবে। এরপর আপনি ডেবিট কার্ড চান নাকি চেক চান সেটাও আপনার কাছ থেকে তারা জেনে নিবে। এরপর আপনার কাজ শেষ।
এসএমএসের অপেক্ষা করতে হবে আপনাকে। ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলার পর আপনার মোবাইল নাম্বারে একটি এসএমএস আসবে এবং সেখানে আপনার সকল তথ্য জানিয়ে দেওয়া হবে। অতঃপর তাদের সময় অনুযায়ী ব্যাংকে গিয়ে চেক বই কিংবা ডেবিট কার্ড নিয়ে আসতে পারবেন। এভাবে আপনি খুব সহজেই স্বশরীরে গিয়ে ইসলামী ব্যাংকে একাউন্ট খুলতে পারেন। ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম এবং একাউন্ট চেক করার নিয়ম জানা থাকলে খুব সহজে এটি আপনি ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুনঃঅনলাইনে ইনকাম বাংলাদেশী সাইট
অনলাইনে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম
প্রিয় পাঠক এতক্ষণ ধরে আমরা জানলাম ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে। কিন্তু এখন আমরা জানবো অনলাইনে ঘরে বসে কোনরকম ঝামেলা ছাড়াই ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে। যেহেতু আমরা ডিজিটাল যুগের পদার্পণ করেছি সে ক্ষেত্রে আমরা ঘরে বসে একাউন্ট খুলতে পারি।
ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ ঘরে বসে ইসলামী ব্যাংকে একাউন্ট খুলার ব্যবস্থা করে দিয়েছে। অনলাইনে ইসলামী ব্যাংকে একাউন্ট খোলার জন্য কিছু ধাপ অনুসরণ করতে হবে। সেগুলো হলঃ
- প্রথমে আপনার মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোরে দিয়ে সেলফিন অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করতে হবে।
- এরপর সেই অ্যাপসের ভিতরে প্রবেশ করে আপনাকে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে।
- এরপর আপনার নিজের ছবি চাইবে। সেখানে নিজের ছবি দিবেন।
- এরপর ব্যাংক একাউন্ট খুলুন নামক একটি অপশন আসবে এবং সেখানে আপনি ক্লিক করতে পারবেন।
- এরপর আপনি কেমন ধরনের অ্যাকাউন্ট চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে।
- এরপর আপনার যে ফোন নাম্বার চালু আছে সেটা দিতে হবে। কিছুক্ষণ পরে সেই নাম্বারে একটি ওটিপি কোড চলে আসবে। সেই কোড সেখানে সাবমিট করে দিতে হবে।
- এরপর আপনার ফেস ভেরিফিকেশন নাম অপশন আসবে এবং সেখানে আপনাকে সেলফি তুলতে হবে। পাশাপাশি আপনাকে জাতীয় পরিচয় পত্রের নাম্বার সাবমিট করতে হবে।
- নমিনির এক কপি রঙিন ছবি এবং তার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি কিংবা পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি লাগবে।
- ব্যবসা সংক্রান্ত অ্যাকাউন্ট খুলতে চাইলে অবশ্যই ট্রেড লাইসেন্স এর ফটোকপি প্রদান করতে হবে।
- ইসলামী ব্যাংকে একাউন্ট খোলার পর সর্বনিম্ন ১ হাজার টাকা জমা দিতে হবে।
ওপরের যদি সব প্রয়োজনীয় কাগজপত্র আপনার কাছে থাকে তাহলে যেকোনো সময় আপনি ঘরে বসে ইসলামী ব্যাংকে একাউন্ট খুলতে পারবেন খুব সহজে।
ইসলামী ব্যাংক অ্যাকাউন্টের সুবিধা
বর্তমানে ইসলামী ব্যাংক খুবই জনপ্রিয়। এই ব্যাংক প্রতিনিয়ত মানুষের সেবায় নিয়োজিত থাকে। ইসলামী ব্যাংকে একাউন্ট খুলে আপনি বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করতে পারবেন। যেমনঃ এই ব্যাংকে একাউন্ট খোলার সাথে সাথে আপনাকে একটি চেক বই দিয়ে দেওয়া হবে। আপনাকে একটি এটিএম কার্ড প্রদান করবে।
যেকোনো সময় খুব সহজে আপনি একসাথে থেকে অন্য শাখাতে গিয়ে অ্যাকাউন্ট শিফট করাতে পারবেন। চেক বই, এটিএম কার্ড কিংবা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে টাকা উত্তোলন অথবা লেনদেন করতে পারবেন। শুধুমাত্র একাউন্টে ১ হাজার টাকা রাখলেই অ্যাকাউন্ট সচল থাকবে সব সময়। অ্যাকাউন্ট তৈরি করার জন্য কোন রকম চার্জ প্রদান করতে হয় না এবং অ্যাকাউন্ট খোলার জন্য যত টাকা দিতে হয় এই টাকা পরে একাউন্টে যোগ হয়ে যায়।
ইসলামী ব্যাংকে একাউন্ট খোলার পরপরই আপনাকে টেক বই এবং পাস বই ও এটিএম কার্ড কর্তৃপক্ষ দিয়ে দিবে।
মোবাইলে একাউন্ট চেক করার নিয়ম
বর্তমান যুগ স্মার্টফোনের যুগ। আমাদের প্রত্যেকের কাছে একটি করে স্মার্টফোন রয়েছে। কিন্তু স্মার্টফোনের মাধ্যমে কিভাবে ঘরে বসে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করা যায় এটা হয়তো আমরা অনেকেই জানিনা। বর্তমান সময়ের প্রায় প্রতিটি নাগরিকের তুলনা কোন ব্যাংকে একাউন্ট রয়েছে এবং এই অ্যাকাউন্টগুলোর তথ্য জানতে আমাদের সব সময় ব্যাংকে যেতে হয়।
সেক্ষেত্রে আপনাকে সময় এবং অর্থ দুটোই খরচ করে যেতে হয়। এছাড়াও ব্যাংকের কর্মকর্তারা যদি ব্যস্ত থাকে সেক্ষেত্রে আপনাকে অনেকক্ষণ ধরে সেখানে অপেক্ষা করতে হয়। কিন্তু বর্তমান সময়ে আপনি ঘরে বসে স্মার্টফোন অথবা ল্যাপটপের মাধ্যমে এক মিনিটের মধ্যে আপনার ব্যাংকের যত লেনদেন রয়েছে এবং ব্যাংকে কত টাকা রেট করতে পারবেন।
টাকা একাউন্টে জমা দেওয়ার পর একাউন্টে যোগ হয়েছে কিনা? কত টাকা আপনি উত্তোলন করেছেন এবং কত টাকা সার্ভিস চার্জ কেটেছে সবকিছুই আপনি জানতে পারবেন। ঘরে বসে সেলফি অ্যাপ এর মাধ্যমে একাউন্ট চেক করা যায়। একাউন্ট চেক করার জন্য সর্বপ্রথম সেলফিন অ্যাপে লগইন করে একাউন্ট চেক করার জন্য পেজ থেকে "Bank A/C" লেখা অপশনে গিয়ে ক্লিক করতে হবে।
দ্বিতীয় ধাপে আপনার কাঙ্খিত একাউন্টটি নির্বাচন করলে খুব সহজে আপনি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন। এছাড়াও খুব সহজে এসএমএস এর মাধ্যমে আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন। শুধুমাত্র একটি মেসেজ দেওয়ার মাধ্যমে আপনি আপনার ব্যাংকের টাকার সমস্ত ব্যালেন্স দেখতে পারবেন।
এক্ষেত্রে আরও একটি সুবিধা হল যারা স্মার্টফোন ব্যবহার করেন না তারা ঘরে বসে এসএমএস দিয়ে ব্যালেন্স চেক করতে পারবেন। আপনি যদি গ্রামীণফোন সিম ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে ১৬২৫৯ নম্বরে এসএমএস করতে হবে। এছাড়াও যদি আপনি গ্রামীণফোন বাদে অন্য কোন সিম ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনাকে ২৬৯৫৬ নম্বরে এসএমএস করতে হবে।
প্রথমে গ্রামীণফোন গ্রাহকদের জন্য IBBL<space>BAL<space> দিয়ে পাঠাতে হবে 16259 নম্বরে। এরপর কিছুক্ষণ সময় দেরি করার পরে ফিরতি ম্যাসেজের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার একাউন্টে কত টাকা রয়েছে। আর আপনি যদি গ্রামীণফোন অপারেটর ব্যবহার না করে অন্য সিম ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনাকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে IBBL<space>BAL<space> দিয়ে পাঠাতে হবে 26956 নাম্বারে।
অল্প কিছুক্ষণ পর আপনি ফিরতি মেসেজে আপনার টাকার পরিমান জানতে পারবেন। এভাবেই আপনি খুব সহজে ঘরে বসে মুহূর্তের মধ্যে আপনার একাউন্ট চেক করতে পারবেন।
ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে
বর্তমানে ইসলামী ব্যাংক ফ্রিতে একাউন্ট খোলার সুবিধা প্রদান করে থাকে। তবে এখন খোলার সময় কিছু কারেন্ট ব্যালেন্স ব্যবদ একাউন্টের ধরন অনুযায়ী কিছু টাকা জমা দিতে হবে। যেমন ইসলামী ব্যাংকের সেভিং একাউন্ট খুলতে ন্যূনতম ৫০০ টাকা এবং কারেন্ট একাউন্ট খুলতে ন্যূনতম এক হাজার টাকা দরকার। অন্যদিকে স্টুডেন্ট একাউন্ট খুলবেন ন্যূনতম ১০০ টাকা প্রথম অবস্থায় ব্যাংকে জমা দিতে হবে। এছাড়া ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে আর কোন ধরনের টাকা লাগে না।
পাঠকের শেষকথা
প্রিয় পাঠক এতক্ষণ ধরে আমরা জানলাম সইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম এবং অ্যাকাউন্ট চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত সকল তথ্য।আশা করছি আজকের এই পোস্টটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন।যদি আপনি উপকৃত হয়ে থাকেন।তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করবেন।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন।আজকে এই পর্যন্তই।
দেখা হবে পরের কোন পোস্টে।আজকের এই পোস্টে যদি আপনার কোন মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।এধরনের আরো আর্টিকেল পড়তে এবং বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আমার ওয়েবসাইটটি ফলো করুন।আর এতক্ষণ ধরে আমার আর্টিকেলের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।আসসালামু আলাইকুম।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url