একটি পকেট রাউটারের দাম কত এবং কিভাবে এটি কাজ করে

আপনি কি একটি পকেট রাউটারের দাম জানতে চাচ্ছেন?বর্তমান যুগ প্রযুক্তির যুগ। এই যুগে প্রযুক্তির সাথে খাপ খাওয়াতে সবকিছুই হয়ে পড়েছে ইন্টারনেট নির্ভর। ইন্টারনেটের মাধ্যমে যুগ আরো অনেক উন্নত হচ্ছে। আর দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে বিনোদন পর্যন্ত সবকিছুতেই ইন্টারনেট দরকার হচ্ছে।
একটি পকেট রাউটারের দাম কত এবং কিভাবে এটি কাজ করে
কোন কিছু জানার জন্য আমরা ইন্টারনেটে সার্চ করি বা youtube এ ভিডিও দেখে ইনফরমেশন নিয়ে থাকি। এটার কারণে আমাদের সবসময়ই ইন্টারনেট কানেকশনের দরকার হচ্ছে। প্রিয় পাঠক আজকে আমার আর্টিকেলের বিষয় একটি পকেট রাউটারের দাম কত এবং কিভাবে এটি কাজ করে সে সম্পর্কে বিস্তারিত সকল তথ্য নিয়ে।

ভূমিকা

একটি পকেট রাউটারের দাম কত এবং কিভাবে এটি কাজ করে সে সম্পর্কে জানতে হলে আমার আর্টিকেলে শেষ পর্যন্ত সাথেই থাকতে হবে।সব সময় আমাদের ইন্টারনেট প্রয়োজন হলেও সব সময় কিন্তু আমাদের ইন্টারনেট কানেকশন সাথে থাকে না। বিশেষ করে আমরা যখন বাইরে যাই তখন ইন্টারনেট কানেকশন আমাদের সাথে থাকে না।
বিশেষ করে আমরা যখন যাত্রাপথে থাকি কিংবা বিদেশে যাই তখন কিন্তু আমাদের ইন্টারনেট ব্যবহারের প্রয়োজন হয় সবসময়। এজন্য সব সময় দরকার একটি সাশ্রয়ী ইন্টারনেট কানেকশনের। অনেক সময় আমরা মোবাইল ফোনের সিমের ডাটা ব্যবহার করে থাকি। কিন্তু একেক সিমের ডাটা কানেকশন সব সময় সব জায়গায় ভালো পাওয়া যায় না। তখন আমাদের বিভিন্ন বিপাকে পড়তে হয়।

একটি পকেট রাউটারের দাম কত এবং কিভাবে এটি কাজ করে

ওপরের সবগুলো সমস্যা সমাধানের জন্য একটি বিশেষ উপায় হল পকেট রাউটার ব্যবহার করা।পকেট রা wi-fi router এর ছোটখাটো ভার্শন। রাউটারের মত পকেট রাউটারেও রয়েছে ইন্টারনেট সুবিধা। এটি যেখানে সেখানে নিয়ে যেয়ে আপনি ব্যবহার করতে পারেন। এর সবচেয়ে বড় সুবিধা হল এটি ওজনই হালকা এবং যার কারণে যেখানে সেখানে নিয়ে যাওয়া বেশ সুবিধাজনক।
ওয়াইফাই রাউটারের মতো পকেট রাউটারেও পাসওয়ার্ড দিয়ে আপনি খুব নিরাপত্তার সাথে এটি ব্যবহার করতে পারবেন। এছাড়াও বাইরে কোথাও বের হলে কিংবা জার্নিতে অথবা রেস্টুরেন্টে কিংবা প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সুবিধা পেতে আপনি পকেট রাউটার ব্যবহার করতে পারেন।এর আরো একটি বিশেষত্ব হলো এটি এক বা একাধিক মানুষ ব্যবহার করতে পারবে একসাথে।
কমপক্ষে ৩০ থেকে ৫০ ফুট ব্যাসার্ধের মধ্যে দশ বা তার চেয়ে বেশি ডিভাইস একসাথে সংযুক্ত করা যায় একসাথে। পকেট রাউটার ব্যবহার করার ক্ষেত্রে বেশ কিছু সুবিধার রয়েছে। যেমনঃ

সহজে বহনযোগ্য

পকেট রাউটার এই প্রথম এবং প্রধান সুবিধা হল এটি যে কোন জায়গায় খুব সহজে বহন করা যায়। আকারে ছোট হওয়ার কারণে এটি ব্যবহার করেও বেশ সুবিধা। এর মাধ্যমে ঘরে কিংবা বাইরে কিংবা প্রত্যন্ত অঞ্চলে যে কোন জায়গায় আপনি এটি ব্যবহার করে ইন্টারনেট সংযোগ আপনার ফোনে দিতে পারেন।
এছাড়াও বিভিন্ন ট্রাভেলের ক্ষেত্রে যেমন ধরুন বা সে অথবা ট্রেনে কিংবা লঞ্চে করে ভ্রমণের সময় আপনি ইন্টারনেট সুবিধা ভোগ করতে পারেন। এটি গ্রহণযোগ্য এবং সাইডে ছোট হওয়ার কারণে খুব কম দিনের মধ্যেই এটির জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে।

পকেট রাউটারের বিভিন্ন ব্র্যান্ড

ইন্টারনেট হটস্পট তৈরির জন্য পকেট রাউটারে একটি সিম কার্ড যুক্ত করতে হয় এটি আসলে সকলেই জানেন। আপনার ইচ্ছা অনুযায়ী যেকোনো ব্র্যান্ডের পকেট রাউটার কিনতে পারেন এবং যেখানে গ্রামীণফোন এয়ারটেল কিংবা টেলিটক অথবা রবি সিম সহ আরো বিভিন্ন ধরনের পকেট ব্র্যান্ডের রাউটার বাজারে পাওয়া যায়।এর সাথে যে কোন মোবাইল অপারেটর কোম্পানি যেমন গ্রামীণফোন,টেলিটক, রবি ইত্যাদি কোম্পানির সিম আপনি ব্যবহার করতে পারেন।

পকেট রাউটারের ব্যাটারি

প্রচলিত রাউটারের পকেট রাউটারের ব্যবহার তুলনামূলক ভিন্ন। কারণ পকেট রাউটার চালাতে ব্যাটারির প্রয়োজন হয়। আর এই ব্যাটারি ব্যবহারের কারণে পকেট রাউটার মানুষের ব্যবহার উপযোগী হয়ে উঠেছে। পকেট রাউটারের চার্জ দিলে এটি অনায়াসে ৬ থেকে ৮ ঘন্টা ব্যাকআপ দিয়ে থাকে।
এর ব্যাটারি এবং পকেট রাউটার আপনি যে কোন জায়গায় দুটোই ব্যবহার করতে পারবেন এবং খুব সহজে বহন করতে পারবেন। ইউএসবি ক্যাবল দিলে চার্জ দেওয়া যায় খুব সহজে। তাছাড়া প্রয়োজনের ল্যাপটপে কেবল সংযোগ দিয়েও সাময়িকভাবে ব্যাটারি চার্জ দিয়ে নিতে পারেন।

ইন্টারনেট সুবিধা

পকেট রাউটারের মূল সুবিধা হল ইন্টারনেট সুবিধা। যে কোন জায়গায় যে কোন প্রয়োজনে আমাদের ইন্টারনেট দরকার হতে পারে। সব সময় সব জায়গায় আমরা ইন্টারনেট কানেকশন নাও পেতে পারি। সিমের ইন্টারনেট দেখা যায় সব জায়গায় পাওয়া যায় না। এজন্য পকেট রাউটার ব্যবহার করে আমরা খুব সহজেই যেখানে সেখানে গিয়ে ইন্টারনেট সুবিধা পেতে পারি।

বাড়তি ক্যাবলের প্রয়োজন নেই

আজকাল বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করতে আমাদের বিভিন্ন ধরনের তারের ঝামেলা বহাতে হয়।পকেট রাউটার ব্যবহারের ক্ষেত্রে তাদের কোন ঝামেলা নেই। তারবিহীন এই ডিভাইস যে কোন জায়গায় নিয়ে যাওয়া যায়।আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন যে বাড়িতে বা বিভিন্ন জায়গায় রাউটার ব্যবহার করতে অনেক তারের প্রয়োজন হয়ে থাকে।
কিন্তু এই রাউটার ব্যবহার করার ক্ষেত্রে সম্পূর্ণ ঝামেলা বিহীন। এছাড়াও অতিরিক্ত কেবল ব্যবহার ঝুঁকি এবং ঝামেলা বয়ে আনে। তাই নিরাপদ থাকতে পকেট রাউটার ব্যবহার করুন।

নেটওয়ার্ক সিকিউরিটি

পকেটে রাখার ব্যবহারের অন্যতম একটি সুবিধা হল আপনি যেকোনো পাবলিক সিটি ব্যবহার করতে পারবে। আপনার কোন চিন্তা করতে হবে না। কারণ পাবলিক প্লেসে অনেক ফ্রি ওয়াইফাই থাকে যা মূলত সকলে ব্যবহার করতে পারে। কিন্তু আপনার কাছে থাকা পকেট রাউটার আপনি যে কোন পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করতে পারেন।এটাতে নেটওয়ার্কের সমস্যা জনিত এবং সিকিউরিটি নিয়ে বাড়তি কোনো ঝামেলা নেই।

অধিক মানুষের ব্যবহারযোগ্য

এর অন্যতম একটি সুবিধা হল এটি একসাথে অনেক মানুষ ব্যবহার করতে পারে। এছাড়াও আপনার স্মার্ট হওয়া ল্যাপটপ এবং অন্যান্য ডিভাইসে কানেক্ট করে একসাথে সবগুলো আপনি চালাতে পারবেন। আপনি চাইলে কয়েকজন মিলে একসাথে একটি পকেট রাউটার কিনে ব্যবহার করতে পারেন। যার কারণে এটি একসাথে অধিক মানুষ সুবিধা ভোগ করতে পারে।

পকেট রাউটারের দাম

পকেট রাউটার খুবই বহনযোগ্য ও ছোট একটি ডিভাইস।ওয়াইফাই রাউটার এর থেকে পোর্টেবল রাউটারের দাম অনেক কম। তবে বাজারের বিভিন্ন দামের পকেট কিনতে পাওয়া যায়।মাত্র দুই থেকে তিন হাজার টাকার মধ্যে আপনি পকেট রাউটার কিনতে পারবেন। আর যদি আপনি অরজিনাল ব্র্যান্ডের পকেট রাউটার কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে শো রুমে যেতে হবে এবং শোরুম থেকে কিনতে হবে।

গ্রামীণফোন পকেট রাউটারের দাম

আমাদের দেশে যে বিভিন্ন রকমের পকেট রাউটার হয়েছে তাই পকেট রাউটার কিনার আগে অবশ্যই এটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে।আমরা একেক জন একেক ধরনের পকেট রাউটার কিনে থাকি। যার কাছে যেটা পছন্দ হয় সে সেটাই কিনে নেয়।তবে পকেট রাউটার মধ্যে বিভিন্ন ধরনের পার্থক্য রয়েছে।
পকেট রাউটারের হাই কোয়ালিটি এবং লো কোয়ালিটি ফোরজি এবং ৫জি বিভিন্ন ধরনের পার্থক্য রয়েছে। আপনি যদি গ্রামীণফোনের ফোরজি প্যাকেট রাউটার কিনতে চান তাহলে আপনার তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার মতো খরচ হবে।এখন আপনি কোন জায়গায় পকেট রাউটার ব্যবহার করবেন এবং সেই জায়গায় গ্রামীনফোনের ব্যবহার রয়েছে কিনা,
কিংবা সেই জায়গায় গ্রামীণফোনের সুযোগ সুবিধা রয়েছে কিনা সেটার উপর ভিত্তি করে কিনতে হবে। গ্রামীণফোন তার গ্রাহকের প্রয়োজনে নিয়ে এসেছে নিত্য নতুন একেক ধরনের সেবা।এটার ব্যাটারি ব্যাকআপ দেয় অনেক ভালো। একবার ফুল চার্জ করে আপনি টানা ৭ থেকে ৮ ঘন্টা চালাতে পারবেন।

পকেট রাউটারের মাসিক খরচ

যারা পকেট রাউটার কিনেছেন বা কিনতে চাচ্ছেন তারা পকেট রাউটারের মাসিক খরচ নিয়ে অনেক চিন্তিত থাকেন। কি পরিমান টাকা খরচ হবে বা কি পরিমাণ টাকা তুললে ভালোভাবে চলবে এসব বিভিন্ন প্রশ্ন নিয়ে আমাদের মাথায় বিভিন্ন চিন্তা চলতে থাকে। প্রিয় বন্ধুরা আজকে আর্টিকেলে আমি আপনাদের সাথে শেয়ার করব পকেট রাউটারের মাসিক খরচ সম্পর্কে।
সাধারণত পকেট রাউটার গুলোকে মোবাইল সিম ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ কতজন মিলে আপনি একটি পকেট রাউটার ব্যবহার করছেন এবং কতক্ষণ পর্যন্ত পকেট রাউটার ব্যবহার করতেন তার উপর নির্ভর করবে আপনার পকেট রাউটারের মাসিক খরচ।ধরুন আপনি একটি পকেট রাউটার ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করছেন এবং একসাথে ১০ জন মিলে ব্যবহার করছেন।
তাহলে অবশ্যই আপনার পকেট রাউটারের সিমে বেশি করে মেগাবাইট তুলতে হবে।যদি আপনি পকেট রাউটারের মাধ্যমে বেশিক্ষণ ধরে ইন্টারনেট চালান এবং অনেকজন মিলে চালিয়ে থাকেন তাহলে অবশ্যই বেশি করে মেগাবাইট তুলতে হবে এবং খরচ বেশি পড়বে।
আর যদি আপনি একাই পকেট চালান এবং খুব কম সময় নিয়ে চালিয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই পকেট রাউটারের মাসিক খরচ কম হবে।মনে রাখবেন পকেট রাউটারের মধ্যে যে কোম্পানির মোবাইল সিম ব্যবহার করবেন উক্ত কোম্পানির মোবাইল ডাটা আপনাকে কিনতে হবে।

পাঠকের শেষকথা-একটি পকেট রাউটারের দাম কত এবং কিভাবে এটি কাজ করে

প্রিয় পাঠক এতক্ষণ ধরে আমরা জানলাম একটি পকেট রাউটারের দাম কত এবং কিভাবে এটি কাজ করে সে সম্পর্কে বিস্তারিত সকল তথ্য।এছাড়াও আরো জানলাম পকেট রাউটারের মাসিক খরচ,গ্রামীণফোন পকেট রাউটারের দাম সম্পর্কে বিস্তারিত সকল তথ্য।আশা করছি আজকের এই পোস্টটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন।যদি আপনি উপকৃত হয়ে থাকেন।
তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করবেন।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন।আজকে এই পর্যন্তই।দেখা হবে পরের কোন পোস্টে।আজকের এই পোস্টে যদি আপনার কোন মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
এধরনের আরো আর্টিকেল পড়তে এবং বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আমার ওয়েবসাইটটি ফলো করুন।আর এতক্ষণ ধরে আমার আর্টিকেলের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।আসসালামু আলাইকুম।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url