কিভাবে ফেসবুক আইডি ডিএক্টিভ করতে হয় জানুন নতুন নিয়ম
কিভাবে ফেসবুক আইডি ডিএক্টিভ করতে হয়! প্রিয় পাঠক আপনি কি ঘরে বসে google এ কিভাবে ফেসবুক আইডি ডিএক্টিভ করতে হয় সে বিষয়ে সার্চ করছেন! আপনি কি জানতে চাচ্ছেন এই বিষয়গুলো নিয়ে? কোথাও কি সঠিক ইনফরমেশন পাচ্ছেন না! কোন সমস্যা নাই আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব।যার মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে ফেসবুক আইডি ডিএক্টিভ করতে হয় সে সম্পর্কে বিস্তারিত সকল তথ্য।কিন্তু জানতে হলে আমার আর্টিকেলটি শেষ পর্যন্ত আপনাকে পড়তে হবে মনোযোগ সহকারে।তাহলে অবশ্যই কিভাবে ফেসবুক আইডি ডিএক্টিভ করতে হয় এটা নিয়ে আপনার মনে কোন প্রশ্ন থাকবে না। প্রিয় পাঠক চলুন তাহলে জেনে নেই কিভাবে ফেসবুক আইডি ডিএক্টিভ করতে হয় সে সম্পর্কে বিস্তারিত সকল তথ্য।
ভূমিকা
কিভাবে ফেসবুক আইডি ডিএক্টিভ করতে হয় জানুন নতুন নিয়ম ২০২৫।facebook বা সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের খুবই জনপ্রিয় একটি যোগাযোগের মাধ্যম। আজকাল বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা লাখ লাখ। লাখ মানুষ ফেসবুকের মাধ্যমে তাদের নির্দিষ্ট প্রোফাইল তৈরি করে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি করে নিয়েছে। দেশ-বিদেশসহ সব জায়গাতে এর প্রসার ছড়িয়ে গেছে।
কিভাবে ফেসবুক আইডি ডিএক্টিভ করতে হয় জানুন নতুন নিয়ম
আমরা হয়তো অনেকেই বুঝিনা ফেসবুক আইডি ডিএক্টিভ করা মানে কি! অনেকে হয়তোবা মনে করেন ফেসবুক আইডি ডিলিট করা এবং ডিএক্টিভ করা একই বিষয়। কিন্তু না ফেসবুক আইডি ডিএক্টিভ করা এবং ফেসবুক আইডি ডিলিট করার দুইটা পুরোপুরি আলাদা একটা বিষয়। আপনি যদি ফেসবুক আইডি ডিএকটিভ করেন তাহলে পরবর্তীতে সেটার লগইন করতে পারবেন নির্দিষ্ট কিছু সময় পরে।
আর যদি ফেসবুক আইডি ডিলিট করে দেন তাহলে আপনি আর কখনোই সেটা খুঁজে পাবেন না। প্রিয় পাঠক চলুন তাহলে জেনে নেই কিভাবে ফেসবুক আইডি ডিএক্টিভ করতে হয় সে সম্পর্কে জেনে নেই। কিভাবে মোবাইল ফোন থেকে ডিএকটিভ করবেন এবং কিভাবে ডেস্কটপ কিংবা ল্যাপটপ থেকে ডিলিট করবেন সেটা সম্পর্কে আমি আপনাদের বুঝিয়ে দিব।
ল্যাপটপ থেকে কিভাবে facebook id deactive করতে হয়
প্রথমত আপনি ফেসবুকে প্রবেশ করবেন। ফেসবুকে প্রবেশ করার পর দেখতে পাবেন ডানদিকে থ্রি লাইন বাটন রয়েছে। থ্রি বাটনে ক্লিক করবেন। তারপর সেখানে settings and privacy অপশন আসবে। settings and privacy অপশনে ঢুকে facebook information এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনি deactivation and delete এই দুটি বাটন দেখতে পাবেন।
এরপর এখানে continue বাটনে ক্লিক করে একাউন্ট deactive করতে পারবেন। এভাবেই আপনি ল্যাপটপ থেকে ফেসবুক আইডি deactive করতে পারবেন। এবার চলুন তাহলে জেনে নেই মোবাইল ফোন থেকে কিভাবে facebook id deactive করতে হয়।
মোবাইল দিয়ে কিভাবে facebook id deactive করবেন
এর আগে কম্পিউটার কিংবা ডেক্সটপে কিভাবে facebook id deactive করতে হয় সেটা আমরা জেনে আসলাম। এখন জানবো মোবাইল ফোন দিয়ে কিভাবে facebook id deactive করতে হয়।মোবাইল দিয়ে facebook id deactive করতে হলে আপনাকে সর্বপ্রথম facebook app এ প্রবেশ করতে হবে। ফেসবুকে প্রবেশ করার পর ডানদিকে থ্রি লাইনে ক্লিক করুন।
এরপর স্ক্রল করে নিচে আসুন এবং সেখানে settings and privacy অপশন সিলেক্ট করুন।settings and privacy অপশনে গিয়ে সেটিং এ tap করুনpersonal information theke manage account । এরপর সেখানে ট্যাগ করলে আপনি দেখতে পারবেন deactivation and delete এই অপশন।deactive করার জন্য আপনি deactive account সিলেক্ট করে নিন।
Continue and account deactivation এই অপশন এ ক্লিক করুন। এরপরে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে একাউন্ট ডিএক্টিভের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। কেউ কেউ ফেসবুক একাউন্ট ডিএক্টিভ করা বলতে অনেক বেশি বা কঠিন কিছু মনে করে। ব্যাপারটা আসলে খুবই সহজ। facebook আইডি ডিএক্টিভ করলে আপনি কিছুদিন পরে পুনরায় লগইন করতে পারবেন।
কিন্তু ফেসবুক আইডি যদি পুরোপুরি ডিলিট করে দেন তাহলে আপনি যেটা আর লগইন করতে পারবেন না।প্রিয় পাঠক এই ছিল আমাদের ফেসবুক আইডি ডিএক্টিভ করা সম্পর্কে বিস্তারিত সফল তথ্য। আশা করি আপনি আমার আর্টিকেল পড়ে ফেসবুক আইডি কিভাবে ডিএক্টিভ করতে হয় সেটা বুঝতে পেরেছেন এবং পরবর্তীতে করতে পারবেন। এরকম আরও তথ্য জানতে হলে আমার আর্টিকেলের সাথেই থাকুন।
মেসেঞ্জার ডিএক্টিভ করার নিয়ম
মেসেঞ্জার ডিএক্টিভ করার নিয়ম খুঁজছেন! অনেক সময় বিভিন্ন কারণে আমাদের মেসেঞ্জার ডিএক্টিভ করে ফেলতে হয়। ফেসবুক থেকে আমরা কিছু সময় বিরতি নেওয়ার জন্য সাধারণত ডিএকটিভ করে থাকি। তো ফেসবুক ডিএক্টিভ করার পর দেখা যায় মেসেঞ্জার ঠিকই চলছে।
মেসেঞ্জারে বিভিন্ন মেসেজ আসে। তাহলে মেসেঞ্জার কিভাবে ডিএকটিভ করব? চলুন জেনে নেই মেসেঞ্জার ডিএকটিভ করব কিভাবেঃ
- মেসেঞ্জার ডিএকটিভ করতে চাইলে সর্বপ্রথম মেসেঞ্জার ওপেন করতে হবে।
- এরপরে বাম সাইডের ওপরে থ্রি ডট এ ক্লিক করতে হবে।
- এরপর সেটিং এ ক্লিক করুন এবং নিচের দিকে স্ক্রল করতে থাকুন।
- স্ক্রল করার পরে আপনি দেখতে পাবেন সবার নিচে থাকা See more account center .
- See more account center নামক অপশনে ক্লিক করুন।এরপর আপনি দুটি অপশন পেয়ে যাবেন ঠিক আগের মত ডিলিট অ্যান্ড ডিঅ্যাক্টিভেশন বাটন।সেখানে ডিএক্টিভ বাটনের উপর চাপ দিন।
- আপনার যদি ফেসবুক একাউন্টের সাথে instagram একাউন্ট এড করা থাকে তাহলে instagram এর একাউন্ট শো করবে সেখানে ইনস্টাগ্রাম একাউন্টে বাদ দিয়ে শুধুমাত্র ফেসবুক অ্যাকাউন্টের উপর ক্লিক করতে হবে।
- এরপর আপনার সামনে দুইটা অপশন আসবে একটি ডিএক্টিভেশন এবং আরেকটি ডিলিট।
- এখানে আপনার ডিলিট নামক অপশনের উপর ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে।
- এখন আপনি হয়তো ভাবছেন যে মেসেঞ্জার ডিএকটিভ করবো তাহলে ডিলিট অপশন কেন? আসলে মেসেঞ্জার ডিএকটিভ করতে ডিলিট বাটনে চাপ দিতে হয়। মেসেঞ্জার ডিএকটিভ করার নিয়ম একটু আলাদা।
- এরপর সর্বপ্রথম আপনি আর একটা অপশন ডিএক্টিভেট মেসেঞ্জার অর্থাৎ আপনার ফেসবুক চলমান থাকবে কিন্তু মেসেঞ্জারে কোন মেসেজ আসবে না। সেখানে ডিএক্টিভেট মেসেঞ্জার নামক অপশনের উপর ক্লিক করুন।
- তারপর সেই পেজ থেকে বের হয়ে যান এভাবে আপনি যতদিন মেসেঞ্জার ডিএকটিভ করতে চান ততদিন পর্যন্ত আপনার অ্যাকাউন্ট লগইন করবেন না। এভাবেই আপনি মেসেঞ্জার ডিএক্টিভ করে রাখতে পারবেন।
প্রিয় পাঠক আশা করি আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন কিভাবে মেসেঞ্জার ডিএকটিভ করতে হয় সেই পদ্ধতি।
ফেসবুক আইডি কতদিন ডিএক্টিভ রাখা যাবে
ফেসবুক আইডি কতদিন ডিএক্টিভ রাখা যাবে এটা নিয়ে আমাদের মনে বিভিন্ন প্রশ্ন থাকে। আপনার অবশ্যই জানা উচিত যে ফেসবুক আইডি কতদিন ডিএক্টিভ রাখা যায়। এটা অবশ্যই একটি ভালো প্রশ্ন। আপনি জেনেছেন কিভাবে ফেসবুক একাউন্ট ডিএকটিভ করতে হয়। কিন্তু এখন যদি আপনি না জানেন যে কতদিন একটিভ রাখা যায় তাহলে এটা খুবই দুঃখজনক একটি বিষয়।
আপনি চাইলে এক মাস কিংবা দুই মাসের জন্য কিংবা অনিষ্টকালের জন্য ফেসবুক আইডি ডিএক্টিভ করে রাখতে পারেন। এটা নির্ভর করবে আপনার ওপর। আইডি একটিভ করা ফেসবুক আইডির যে কোন সময় আপনি আবার একটিভ করতে পারবেন। একটিভ করার কোন ঝামেলা নাই যেকোনো সময় লগইন করলে ফেসবুক আইডি একটিভ হয়ে যাবে।
ফেসবুক আইডি ডিলিট করার নিয়ম
ফেসবুক আইডি ডিলিট করার নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছেন! আজকের আর্টিকেলে আমরা শেয়ার করব কিভাবে আপনি আপনার ফেসবুক আইডি ডিলিট করতে পারবেন যে সম্পর্কে। পৃথিবীতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে না এরকম ব্যক্তি পাওয়া খুবই কঠিন একটা বিষয়।
ফেসবুক অ্যাকাউন্টে সব ধরনের জিনিস বা সব ধরনের সেটিং ব্যবহার করতে পারলেও আমাদের মধ্যে অনেকেই আছে যারা ফেসবুক আইডি ডিলিট করার নিয়ম সম্পর্কে জানেনা। তাদের জন্য একদম পারফেক্ট হবে আজকে আমার এই আর্টিকেল। দেখা গেল হঠাৎ করে আমাদের কিছু সমস্যার কারণে ফেসবুক আইডিটা আর দরকার হয় না।
তখন আপনি কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দিবেন দিবেন! এক্ষেত্রে মনে রাখতে হবে ফেসবুক একাউন্ট ডিএক্টিভ করা এবং ফেসবুক একাউন্টে ডিলিট করার দুইটা আলাদা বিষয়। ফেসবুক ডিএক্টিভ করলে আইডি ফিরে পাওয়া যায় কিন্তু আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দেন তাহলে সেটা আর কখনোই খুঁজে পাওয়া যাবে না।
তবে হ্যাঁ আপনি যদি ডিলিট করার এক মাসের মধ্যে কিংবা ৩০ দিনের মধ্যে যদি চান তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাবেন। কিন্তু ৩০ দিন পরে যদি আপনি ওই একাউন্ট ফিরে পেতে চান তাহলে আর কখনোই ফিরে পাবেন না। চলুন তাহলে জেনে নেই ফেসবুক আইডি ডিলিট করার নিয়ম সম্পর্কেঃ
- আপনার ডিভাইসের ফেসবুক অ্যাপস ওপেন করুন এবং সাইডে থ্রি লাইন বাটনে ক্লিক করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে সিলেক্ট করে তারপর সেটিং সিলেক্ট করুন। এরপর আপনার পার্সোনাল অ্যাকাউন্ট ইনফর্মেশন এটা সিলেক্ট করে নিন। এরপর অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল এর পরে সিলেক্ট করুন।
- প্রোফাইল অ্যাক্সেস এন্ড কন্ট্রোল বাটনের আপনার কাঙ্খিত অপশনটি চলে এসেছে এবং ডিএক্টিভ এন্ড ডিলিট এই অপশন আপনি দেখতে পাবেন। এরপর সেখান থেকে continute to account delete option যাবেন। এই অপশনে ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে।
- continute to account delete option অপশনের নিচে গিয়ে স্ক্রল করে আপনি দেখতে পাবেন আপনার অ্যাকাউন্ট। সেখান থেকে আপনার নিজের একাউন্ট সিলেক্ট করে নিন। এরপর পুরোপুরি ভাবে আপনার ফেসবুক একাউন্টে ডিলিট হতে সময় নেবে ৩০ দিন। এর মধ্যে যদি আপনি কোন কারণে অ্যাকাউন্ট লগইন করে ফেলেন তাহলে আপনার ওই একাউন্টের ডিলিট বন্ধ হয়ে যাবে।
এভাবেই আপনি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন।
ফেসবুকের পাসওয়ার্ড খুজে বের করবেন কিভাবে
ফেসবুকের পাসওয়ার্ড খুঁজে বের করবেন কিভাবে এটা আমাদের অনেকের জানা নেই। অনেক সময় ফেসবুকের পাসওয়ার্ড আমরা ভুলে যাই। কোথাও লিখে রাখলে সেই কাগজটাও হয়তো অনেক সময় হারিয়ে ফেলি। প্রিয় পাঠক ফেসবুকের পাসওয়ার্ড রিসেট না করেও আপনি খুঁজে বের করে ফেলতে পারেন।
আজকাল আমাদের সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো অ্যাকাউন্ট থাকার কারণে সব সময় সব একাউন্টের পাসওয়ার্ড মনে রাখা সম্ভব হয় না। ফেসবুকের অনেক ধরনের সিকিউরিটির কারণে তাদের অ্যাপস বা ওয়েবসাইটে পাসওয়ার্ড দেখার কোন রকম সুযোগ থাকে না।তবে একটি উপায় রয়েছে যার মাধ্যমে আপনি আপনার ফোন থেকে ফেসবুকের পাসওয়ার্ড চেক করতে পারবেন খুব সহজেই।
পাঠক চলুন তাহলে দেরি না করে জেনে নেই ফেসবুকের পাসওয়ার্ড খুঁজে বের করবেন কিভাবেঃ
- আপনি চাইলে ফেসবুকের পাসওয়ার্ড রিসিভ না করেও ফেসবুক পাসওয়ার্ড বের করে ফেলতে পারেন। এর জন্য সর্বপ্রথম আপনাকে অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস এর মধ্যে যেতে হবে। তারপর সেখানেgoogle অপশনসিলেক্ট করতে হবে।
- আপনার প্রোফাইলে ঠিক নিচে ম্যানেজ ইউর গুগল একাউন্টে যেতে হবে।
- এরপর আপনার সিকিউরিটি ট্যাবে যান এবং নিচে স্ক্রল করুন। সেখানে দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার। ওই অপশনে ক্লিক করুন।
- তারপর ফেসবুক সিলেক্ট করে আপনার আনলক পিন বা প্যাটার্ন লিখে দিন।
- এরপর আপনার ফেসবুক পাসওয়ার্ড দেখার জন্য পাসওয়ার্ড ফিল্ডে আনহাইড আইকনে ক্লিক করুন। এরপর আপনি আপনার মোবাইল ফোনে পাসওয়ার্ড দেখতে পাবেন।
আপনার ইমেইল ছাড়া কিভাবে ফেসবুক পাসওয়ার্ড রিসেট করবেন
আপনার ইমেইল ছাড়া কিভাবে ফেসবুক পাসওয়ার্ড রিসিভ করবেন? আজকাল অনেকেই ডিভাইসে একবার অ্যাকাউন্ট লগইন করে পরবর্তীতে সব ভুলে যাই। যার কারণে অন্য কোন ডিভাইসের লগইন করতে গেলে পাসওয়ার্ড ভুলে যায়।তবে চিন্তা কোন কারণ নেই আপনি ইমেইল ছাড়াই ফেসবুকে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন খুব সহজে।
যদি আপনার মোবাইল নাম্বার আপনার ফেসবুক একাউন্টে সেভ থাকে তাহলে কিছু স্টেপ ফলো করে আপনি ফেসবুকের পাসওয়ার্ড রিসেট করে ফেলতে পারবেন। চলুন তাহলে জেনে নেই আপনার ইমেইল ছাড়া কিভাবে ফেসবুক পাসওয়ার্ড রিসেট করবেনঃ
- সর্ব প্রথম ফেসবুক লগইন পেজে আপনাকে যেতে হবে এবং ফরগটেন একাউন্টে ক্লিক করতে হবে।
- এরপর একটি নতুন পেজ আসবে যেখানে আপনার পাসওয়ার্ড রিকভারির অপশন দেখতে পাবেন।
- আপনার যদি ইমেইল বা আপনার ফেসবুক একাউন্টে ইউজার নিয়ে মনে থাকে তাহলে আপনার লগইন পেজের ফরগটেন পাসওয়ার্ড এ ক্লিক করতে পারেন।
- তারপরে আপনি আপনার রেজিস্টার কৃত মোবাইল নাম্বারটি দিয়ে পাসওয়ার্ড রিসেট কোড সহ একটি টেক্সট মেসেজ পাঠানোর অপশন পাবেন। সেখানে আপনার মোবাইল নম্বর লিখুন তারপরে সার্চ অপশনে ক্লিক করুন।
- এরপরে আপনি যেখানে পাসওয়ার্ড রিসেট কোড পেতে চান সেটা বাছাই করে দিন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করুন।
- আপনি যে মোবাইল নাম্বার দিবেন সেখানে একটি কোড যাবে এবং তারপর কোডটি বসানোর পরে কন্টিনিউ বাটনে ক্লিক করুন।
- তারপর পরবর্তী পেজে আপনার নতুন পাসওয়ার্ড টাইপ করুন। মনে রাখবেন নতুন পাসওয়ার্ড আপনাকে দুইবার টাইপ করতে বলা হবে। আর পাসওয়ার্ড হিসেবে অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন।
এভাবেই আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড রিসেট করতে পারবেন ইমেইল ছাড়া।
ফেসবুক আইডি রিপোর্ট মারবেন কিভাবে
ফেসবুক আইডি রিপোর্ট মারবেন কিভাবে এটা নিয়ে চিন্তিত! আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন ফেসবুক আইডি রিপোর্ট মারতে হবে কিভাবে।ফেসবুক রিপোর্ট হচ্ছে এক কথায় এমন একটি কাজ যা আপনার ফেসবুক আইডি পরিচালনার ক্ষেত্রে বিভিন্নভাবে অন্য কারোর আইডি থেকে অথবা ফেক আইডি থেকে বিভ্রান্তমূলক বিভিন্ন পোস্ট।
কিংবা ছবি অথবা ভিডিও ছড়ানো হয়ে থাকে এবং ব্ল্যাকমেইল করা হলে উক্ত বিষয়গুলো বন্ধ করার জন্য ফেসবুক টিমের কাছে রিপোর্ট প্রদান করা। এটাই হচ্ছে ফেসবুক রিপোর্ট।চলুন তাহলে জেনে নেই ফেসবুক আইডি রিপোর্ট মারবেন কিভাবেঃ
- প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগইন করে নিন। তারপরে আপনার ফেসবুক প্রোফাইলে আপনার ফেসবুক অ্যাপস চালু করে আপনার প্রোফাইল ওপেন করে নিন।
- এরপর Go to the reporting IDরিপোর্টকৃত আইডি অর্থাৎ আপনি যে আইডি সম্পর্কে রিপোর্ট করতে চান সেই আইডির প্রোফাইল ওপেন করুন।
- এরপর থ্রি ডট আইকন অপশন এ ক্লিক করে Find support or report profile নামক একটি পেজ ওপেন হয়ে যাবে এবং সেখানেFind support or report profileএ ক্লিক করুন।
- এরপর আপনার সামনে আরো অনেকগুলো অপশন আসবে সেখান থেকে আপনি ফেক অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর নিচে উল্লেখ আসবে সাবমিট বাটন। সেখানে ক্লিক করুন।এভাবেই আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট এ রিপোর্ট মারতে পারবেন।
FAQ:কিভাবে ফেসবুক আইডি ডিএক্টিভ করতে হয় জানুন নতুন নিয়ম সম্পর্কে পাঠকের কিছু প্রশ্ন।
১.বাংলাদেশের সর্বপ্রথম ফেসবুক আইডি ব্যবহারকারীর নাম কি?
বাংলাদেশের সর্বপ্রথম ফেসবুক আইডি ব্যবহার করেছেন শামীম আশরাফ। তিনি সর্বপ্রথম ২০০৬ সালে প্রথমবারের মতো ফেসবুক আইডি খুলেছিলেন।
২.ফেসবুকের পুরাতন নাম ছিল কি?
ফেসবুকে পুরাতন নাম ছিল The Facebook.com।প্রথম ২০০৫ সালে ফেসবুকের এই নাম পরিবর্তন করে নাম রাখা হয় শুধু ফেসবুক।
৩.ফেসবুকের নতুন নাম কি ?
ফেসবুকের নাম পরিবর্তন করে নতুন ভাবে রাখা হয়েছে মেটা প্লাটফর্ম।ক সালের ঘোষণা অনুযায়ী facebook মেটাতে কনভার্ট করেছে।
৪.ফেসবুক একাউন্ট ডিজেবল মানে কি?
facebook অ্যাকাউন্ট ডিজেবল অর্থাৎ এর মানে হচ্ছে এটি সাময়িকভাবে মুছে ফেলা। আর ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলার অর্থ হচ্ছে এটি স্থায়ীভাবে মুছে ফেলা। আপনি সাময়িকভাবে ফেসবুক নিষ্ক্রিয় করতে পারেন অর্থাৎ এটি আবার সক্রিয় পরবর্তীতে আপনি চাইলে করতে পারবেন। কিন্তু আপনি যদি ফেসবুক মুছে ফেলেন তাহলে আপনার ডাটা পুনরায় মুছে ফেলা হবে এবং পুনরুদ্ধনের কোন উপায় থাকবে না।
৫.ফেসবুক আইডি নষ্ট হওয়ার কারণ কি?
Facebook কর্তৃক আপনার একাউন্ট নষ্ট হয়ে যেতে পারে। যদি আপনি ফেসবুকের শর্ত লঙ্ঘন করে ব্যবহার করেন এবং তাদের শর্ত না মানেন তাহলে ফেসবুক কর্তৃপক্ষ আপনার অ্যাকাউন্ট নষ্ট করে দিবে।
পাঠকের মন্তব্য
প্রিয় পাঠক এতক্ষণ ধরে আমরা জানলাম কিভাবে ফেসবুক আইডি ডিএক্টিভ করতে হয় সে সম্পর্কে বিস্তারিত সকল তথ্য। এছাড়াও আরো জানলাম মেসেঞ্জার ডিএক্টিভ করার নিয়ম,ফেসবুক আইডি কতদিন ডিএক্টিভ রাখা যাবে,ফেসবুক আইডি কতদিন ডিএক্টিভ রাখা যাবে এবং ফেসবুক আইডি রিপোর্ট মারবেন কিভাবে সে সম্পর্কে বিস্তারিত সকল তথ্য।
আশা করছি আজকের এই পোস্টটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন।যদি আপনি উপকৃত হয়ে থাকেন।তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করবেন।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন।আজকে এই পর্যন্তই।দেখা হবে পরের কোন পোস্টে।আজকের এই পোস্টে যদি আপনার কোন মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।
আর এধরনের আরো আর্টিকেল পড়তে এবং বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আমার ওয়েবসাইটটি ফলো করুন।আর এতক্ষণ ধরে আমার আর্টিকেলের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।আসসালামু আলাইকুম
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url